শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মাঠ প্রশাসনে ৩য়শ্রেনীর কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবীতে যৌথ আলোচনা সভা

কেরানীগঞ্জ (ঢাকা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০১৯, ৯:০৬ পিএম

মাঠ প্রশাসনে ৩য়শ্রেনীর কর্মচারীদের পদ পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার দাবীতে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি(বাকসস)ও বাংলাদেশ বিভাগীয় কমিশনারের কার্যালয়ের কর্মচারী সমিতির উদ্যোগে একটি যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার(৬এপ্রিল)দুপুর ২টায় ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে কালেক্টরেট ক্লাবভবনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির সভাপতি মোঃ আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সমিতির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক আব্দুল বারেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক মুছা খান ,অর্থ সম্পাদক হুমায়ন কবীর, মনিরুজ্জামন মিয়া ও লিটন হাওলাদার প্রমুখ। এই আলোচনা সভায় দেশের ৬৪টি জেলা থেকে কালেক্টরেট ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের ৩য়শ্রেনীর কর্মচারীরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা সকল বিভাগীয় কমিশনারের কার্যালয়, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সহকারী কমিশনার(ভ’মি) কার্যালয়ে কর্মরত তৃতীয় শ্রেণীর কর্মচারীদের সচিবালয়ের মতো পদবী পরিবর্তন ও বেতন স্কেল সমন্বয় করার জন্য সরকারের কাছে জোড় দাবী জানান। বক্তারা আরো বলেন, তাদের দাবীকৃত পদ-পদবী ও বেতন স্কেল সমন্বয় সংক্রান্ত প্রস্তাবের সারসংক্ষেপে বর্তমান প্রধানমন্ত্রী ২০১১সালে ১৯জুন অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর এই অনুমোদন ২০১৮সালে ২৩এপ্রিল প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় সিদ্ধান্ত গ্রহণ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়। ২০১৮সালে জেলা প্রশাসক সম্মেলনের মাধ্যমে মাঠ প্রশাসনে কর্মরত ৩য়শ্রেনীর কর্মচারীদের বেতন গ্রেড অনুযায়ী প্রতিটি পদের নাম পরিবর্তন, অথবা মাঠ প্রশাসনে কর্মরত ৩য়শ্রেনীর কর্মচারীদেরকে সচিবালয়ের কর্মচারীদের ন্যায় পদোন্নতির বিষয়টি মন্ত্রীপরিষদ বিভাগের কার্যবিবরণীতে স্বল্পমেয়াদী ১নং ক্রমিকে ও মধ্যমেয়াদী ১নং ক্রমিকে লিপিবদ্ধ করা হয়। যা বাস্তবায়নে জনপ্রশাসন মন্ত্রণালয়কে অনুরোধ করা হয়। কিন্তু বাস্তবে এখন পর্যন্ত এর কোন কিছুই সফল হয়নি। তাই নির্দিষ্ট সময়ের মধ্যে দাবী বাস্তবায়ন না হলে বিভিন্ন কর্মসুচী দিয়ে আন্দোলন করা ছাড়া আমাদের বিকল্প আর কিছুই করার নাই।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন