শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী বিশ্ব

সারা বিশ্বকে গণতন্ত্রের পাঠ দিয়েছে তুরস্ক

এস-৪০০ ক্রয়ে রাশিয়াকে অর্থ পরিশোধ করা হচ্ছে : এরদোগান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, তার দেশ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ক্রয়চুক্তি অনুসারে রাশিয়াকে অর্থ পরিশোধ করছে। কিন্তু যুক্তরাষ্ট্র যখন প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয়, তখন তারা এমন শর্ত আমাদের দেয়নি। আগামী সপ্তাহে মস্কো সফর নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে আমাদের আলোচনায় এস-৪০০ গুরুত্বপূর্ণ স্থান পাবে। যুক্তরাষ্ট্রের যুক্তি খুবই ভুল। আমরা এস-৪০০ চুক্তি শেষ করেছি। অর্থ পরিশোধও অব্যাহত রেখেছি। রাশিয়া থেকে তুরস্ক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্রয় করতে গেলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে সংকট তৈরি হয়েছে তুরস্কের। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে ভিন্নমতের কারণে চলতি সপ্তাহের শুরুতে তুরস্ককে স্টেলথ এফ-৩৫ যুদ্ধবিমান সংক্রান্ত যন্ত্রপাতি হস্তান্তর স্থগিত করে যুক্তরাষ্ট্র। তুরস্ক যাতে এস-৪০০ ক্রয়চুক্তি থেকে সরে আসে, সেই চেষ্টারই অংশ হিসেবে এমন উদ্যোগ নিয়েছে তারা। তুরস্ককে দামি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা বিক্রির প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র। এ ব্যাপারে আগ্রহ দেখালেও এস-৪০০ কেনা থেকে সরে আসতে অস্বীকার জানিয়েছে এরদোগান সরকার। অপর এক খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিরুদ্ধে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ করেছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান। তিনি বলেন, সারা বিশ্বকে গণতন্ত্রের পাঠ দিয়েছে তুরস্ক। তুরস্কের ক্ষমতাসীন দল স্থানীয় নির্বাচনের ফল চ্যালেঞ্জ করার পর পশ্চিমা দেশগুলো বিবৃতি দিয়েছে। রোববারের ঘোষিত ফল নিয়ে অনেকটাই হতাশ হয়েছেন এরদোগান ও ক্ষমতাসীন একে পার্টি। কারণ ভোট গণনার পর দেখা গেছে আঙ্কারা ও ইস্তাম্বুলে একে পার্টির প্রার্থী হেরে গেছেন। ভোটের ফল মেনে নিতে তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। এছাড়া বিজয়ীরা স্বাধীনতভাবে যাতে ম্যান্ডেট বাস্তবায়ন করতে পারেন, সেই সুযোগ দিতে আঙ্কারার কাছে আহ্বান জানিয়েছে তারা। পাশ্চিমাদের এসব মন্তব্য প্রত্যাখ্যান করে যুক্তরাষ্ট্র ও ইউরোপকে নিজের জায়গা ভালো থাকার পরামর্শ দিয়েছেন এরদোগান। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবার্ট পালাডিনো বলেন, যেকোনো গণতন্ত্রের জন্য অবাধ ও সুষ্ঠু নির্বাচন আবশ্যক। বুধবারে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি আরও জানান, কাজেই একটি বৈধ নির্বাচনের ফল গ্রহণ করা অপরিহার্য। রয়টার্স, এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
রহিম ১০ এপ্রিল, ২০১৯, ১১:১৪ এএম says : 0
বাংলাদেশ ছাড়া
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন