বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

বঙ্গবন্ধু স্পোর্টস চ্যাম্পয়ের মশাল ঢাবিতে

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৭ এপ্রিল, ২০১৯, ৭:৪৬ পিএম

মাসব্যাপী শুরু হওয়া বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্পয়ের মশাল এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি)। গত ২৯ মার্চ থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতার মশাল রোববার সকালে ঢাবি’র অপরাজেয় বাংলার পাদদেশে আসলে মশালটি গ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে মাসব্যাপী এই চ্যাম্পিয়নশিপের ১০ ক্রীড়া ডিসিপ্লিনে দেশের ৬৫টি সরকারী ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩৫০০ শিক্ষার্থী অংশ নিচ্ছেন। আসরের ডিসিপ্লিনগুলো হলো- ক্রিকেট, ফুটবল, হ্যান্ডবল, সাঁতার, সাইক্লিং, ভলিবল, অ্যাথলেটিক্স, টেবিল টেনিস ও বাস্কেটবল। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জিমন্যাশিয়ামে খেলাগুলো অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে জাতীয় ক্রীড়া পরিষদের ডিসিপ্লিন সংশ্লিষ্ট মাঠে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ ও চেতনায় উজ্জীবিত হয়ে ‘বঙ্গবন্ধুর চেতনায় গড়ি মাদকমুক্ত বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে ধারণ করে অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তঃবিশ্ববিদ্যালয় স্পোর্টস চ্যাম্প।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন