শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিনোদন প্রতিদিন

র‌্যাম্প মডেলদের নিয়ে রাসেলের নতুন বিজ্ঞাপন

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি মোনালিসাকে নিয়ে বিজ্ঞাপন নির্মাতা সৈয়দ রাসেল একটি বিজ্ঞাপনচিত্র নির্মাণ করেছেন। এবার একই নির্মাতার বিজ্ঞাপনে কাজ করলেন এ সময়ের র‌্যাম্প মডেলরা। গত ১৮মে কোক স্টুডিওতে এর শুটিং সম্পন্ন হয়েছে। এতে মডেল হিসেবে অংশ নেন কাজী আসিফ, রাজ মানিয়া, ¯িœগ্ধ সন্ধ্যা, মৌরি আফরিন ও মিমি। এ বিজ্ঞাপনের ডিওপি হিসেবে কাজ করেছেন শেখ রাজিব এবং শিল্প নিদের্শনা দেন তারেক। ৯৬.৪ স্পাইস এফএমের নতুন এ বিজ্ঞাপনের কাহিনীটা একটু ভিন্ন। এ প্রসঙ্গে নির্মাতা শেখ রাসেল বলেন, মোনালিসাকে নিয়ে যমুনা ফ্যানের কাজটির পর ভিন্ন আঙ্গিকের নতুন এ বিজ্ঞাপনটি নির্মাণ করেছি। এতে একজন মুমূর্ষু রোগী হাসপাতালের আইসিওতে থাকতে দেখা যাবে। সকলে যখন হাসপাতালে চিন্তিত তখন এমন সব ঘটনা ঘটবে যে চারপাশের অবস্থার পরিবর্তন হতে দেখা যাবে। নাসিরউদ্দিন কমলের মিউজিকে করা নতুন এ কাজটি সকলের পছন্দ হবে বলে আশা করছি। নতুন এ বিজ্ঞাপনটির সার্বিক তত্ত¡¡াবধান করেছেন মোহাম্মদ হানিফ আসাদ। এবারের রোজার ঈদে ৯৬.৪ স্পাইস এফএমের নতুন এ বিজ্ঞাপনের প্রচার শুরু হবে। উল্লেখ্য, তরুণ নির্মাতা হিসেবে সৈয়দ রাসেল এরইমধ্যে আবুল খায়ের গ্রæপ, জুম আল্ট্রা, যমুনা ইলেকট্রনিকস, বাংলাদেশ ব্যাংক, দেশবন্ধু গ্রæপসহ বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন নির্মাণ করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন