প্রেস বিজ্ঞপ্তি : নারায়ণগঞ্জ পিয়ার সাত্তার লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্তকে নির্যাতন ও কান ধরে উঠ-বস করিয়ে লাঞ্ছনার প্রতিবাদে এবং দোষীদের শাস্তির দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে শিক্ষক সমিতির সভাপতি মুহাম্মদ আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারিগণ মানববন্ধন করেন। এতে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ আবুল কাশেম, সহ-সভাপতিবৃন্দ রঞ্জিত কুমার সাহা, অধ্যক্ষ মোঃ বজলুর রহমান মিয়া, আলী আসগর হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার আলী শেখ, সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান শামীম, দপ্তর সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ প্রমুখ। ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অজুহাত তুলে ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য এমপি সেলিম ওসমান এবং তার অনুসারীরা একজন মানুষ গড়ার কারিগরকে নির্যাতন ও লাঞ্ছিত করে আইন নিজের হাতে তুলে নিয়েছেন। মানব বন্ধনে এমপি সেলিম ওসমান ও তার অনুসারীদের দৃষ্টান্তমূলক শাস্তিদাবি করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন