বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

গোবিন্দগঞ্জে ৭ কেজি ওজনের একটি মর্টার সেল উদ্ধার

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা)উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৮ এপ্রিল, ২০১৯, ৫:৩১ পিএম

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মুক্তিযুদ্ধের সময় অব্যবহৃত ৭ কেজি ওজনের একটি মর্টার সেল উদ্ধার করেছে পুলিশ। গত রাত ১০টায় গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের ব্যাপারীর পাড়া গ্রামের একটি পুকুর খননকালে মর্টার সেলটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উপজেলার চাঁপরীগঞ্জ এলাকার ব্যাপারী পাড়া গ্রামের মাছুদুর রহমানের ছেলে আল আমিন মিয়া তার পুকুর খননের সময় মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত একটি মর্টার সেল পেয়ে ঘরে রেখে দিলে এলাকায় এ নিয়ে গুঞ্জন সৃষ্টি হয়। খবর পেয়ে রাতেই উপজেলা নির্বাহী কর্মকর্তা রামকৃষ্ণ বর্মনের নির্দেশে ওসি একেএম মেহেদী হাসানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স মর্টার সেলটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন। মুক্তিযুদ্ধের সময় ট্যাংক ও যুদ্ধ বিমান ধ্বংস করতে এ ধরনের মর্টার সেল ব্যবহার হতো বলে প্রশাসন জানায়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় একটি জিডি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন