শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

ইসলামী জীবন

মিরাজুন্নাবী (সা.) সম্পর্কে জানতে পড়ুন এই ৮টি বই

মিরাজ রহমান | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ২:১৪ পিএম

লাইলাতুল মিরাজ বা মিরাজের রাত— শবে মিরাজ হিসাবে যে রাতটি সবচেয়ে বেশি আখ্যায়িত হয়, এটি হচ্ছে ঐ রাত যে রাতে ইসলামের নবী মুহাম্মদের (সা.) ঐশ্বরিক উপায়ে ঊর্ধ্বাকাশে আরোহণ করেছিলেন এবং স্রষ্টার সাথে সাক্ষাৎ করেছিলেন। ইসলামের ইতিহাস অনুযায়ী নবুওয়াত প্রাপ্তির একাদশ বৎসরের (৬২০ খ্রিষ্টাব্দ) রজব মাসের ২৬ তারিখের দিবাগত ইসলামের নবী মুহাম্মদ (সা.) প্রথমে কাবা শরিফ থেকে জেরুজালেমে অবস্থিত মসজিদুল আকসায় গমন করেন এবং সেখানে তিনি নবীদের জামায়াতে ইমামতি করেন। এরপর বোরাক নামক বিশেষ বাহনে আসীন হয়ে ঊর্ধ্বলোকে গমন করেন তিনি এবং ঊর্ধ্বাকাশে সিদরাতুল মুনতাহায় আল্লাহর সাক্ষাৎ লাভ করেন। এই সফরে ফেরেশতা জিবরাইল (আ.) তার সফরসঙ্গী ছিলেন। রাসুলের (সা.) অলৌকিক সফর বিষয়ে বহু ভাষায় বহু গ্রন্থ রচিত হয়েছে, বাংলা ভাষায়ও বেশ উল্লেখযোগ্য গ্রন্থ রচিত হয়েছে। মিরাজুন্নাবী (সা.) নিয়ে বাংলা ভাষায় রচিত ৮টি গ্রন্থের পরিচিতি নিয়ে আজকের এই ফিচার।

১. কুরআন হাদীসের আলোকে বিশ্বনবীর মিরাজ—

বইটি মূলত মাওলানা আশেক এলাহী বুলন্দশহরী (রহ.) রচিত গ্রন্থের বাংলা অনুবাদ। বইটি প্রকাশ করেছে বাড কম্প্রিন্ট এন্ড পাবলিকেশন্স। মূল্য মাত্র ৭০ টাকা।

বইটির অনলাইন অর্ডার লিংক: http://bit.ly/2uW6FB7

২. বিশ্ব নবীর (সা.) মিরাজ—

বইটি লিখেছেন মুফতী মুহাম্মাদ ইদরীস কাসেমী। প্রকাশ করেছে ইদরীসিয়া ওয়েলফেয়ার ট্রাস্ট। বইটির পৃষ্ঠা সংখ্যা ৯৬। মূল্য মাত্র ৪৪ টাকা ।

বইটির অনলাইন অর্ডার লিংক: http://bit.ly/2VfSLFM

৩. ঘটে গেল বিস্ময়কর মিরাজ—

বইটি লিখেছেন হুসাইন বিন সোহরাব। বইটি প্রকাশ করেছে হুসাইন আল-মাদানী প্রকাশনী। মূল্য মাত্র ৫৯ টাকা।

 বইটির অনলাইন অর্ডার লিংক:  http://bit.ly/2WVWl89

৪. শবে মিরাজ ও শবে বরাত : করণীয় কি?—

বইটি লিখেছেন মোসাদ্দেক আহমেদ। প্রকাশ করেছে অন্বেষণ পাবলিকেশন। বইটির পৃষ্ঠা সংখ্যা ৩২। মূল্য মাত্র ২১ টাকা।

বইটির অনলাইন অর্ডার লিংক:  http://bit.ly/2KlQQ1n

৫. ছোটদের মহানবী (সা.) ও তাঁর মিরাজ গমন—

বইটি লিখেছেন মুহাম্মদ সিরাজুল হক চৌধুরী। প্রকাশ করেছে সিদ্দিকীয়া পাবলিকেশন্স। বইটির মূল্য মাত্র ৫৬ টাকা।

বইটির অনলাইন অর্ডার লিংক:  http://bit.ly/2UowkBH

৬. বিশ্বনবী (সা.)-এর পবিত্র মিরাজ—

বইটি লিখেছেন মাওলানা আহমদ সৈয়দ কাওছার। প্রকাশ করেছে এমদাদিয়া কোরআন মহল। বইটির পৃষ্ঠা সংখ্যা ২০৬। মূল্য ১২৫ টাকা।

বইটির অনলাইন অর্ডার লিংক:  http://bit.ly/2VeXXcK

৭. কুরআন-হাদীস ও বৈজ্ঞানিক দৃষ্টিতে রাসূল (সা.) -এর মিরাজ—

বইটি লিখেছেন মুহাম্মদ গিয়াস উদ্দিন। প্রকাশ করেছে ইসলাম হাউস পাবলিকেশন্স। বইটির পৃষ্ঠা সংখ্যা ১৯২। মূল্য ১৩২ টাকা।

বইটির অনলাইন অর্ডার লিংক: http://bit.ly/2CZ7Bt5

৮. মিরাজ ও বিজ্ঞান—

বইটি মূলত হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী (রহ.)-এর রচিত গ্রন্থের বাংলা অনুবাদ। বইটি প্রকাশ করেছে ছারছীনা লাইব্রেরী। মূল্য ১১৯ টাকা।

বইটির অনলাইন অর্ডার লিংক: http://bit.ly/2I9fv7c

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন