বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বিজেপির ইশতেহারকে ‘ঔদ্ধত্য’ মনে করেন রাহুল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ এপ্রিল, ২০১৯, ৩:৪০ পিএম

দলের ইশতেহার প্রকাশের সময় সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন যারা ঠান্ডা ঘরে বসে থাকেন তারা দারিদ্র্য দূর করতে পারবেন না। রাজনৈতিক মহলের অনেকেই মনে করেছিলেন বিরোধীদেরই নিশানা করেছেন মোদি। এবার পাল্টা আক্রমণ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। বিজেপির ইশতেহারকে তার বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর বলে মনে হয়েছে। পাশাপাশি সঙ্কল্প পত্রে (বিজেপির ইশতেহারের নাম) দূরদৃষ্টির অভাব খুঁজে পেয়েছেন কংগ্রেস সভাপতি। একই সঙ্গে নির্বাচনী ঘোষণায় ঔদ্ধত্যও দেখতে পেয়েছেন তিনি। খবর এনডিটিভি।
বিজেপির ইশতেহার প্রকাশের প্রায় ২৪ ঘণ্টা পরে মঙ্গলবার রাহুলের এই টুইট-তোপকে মোদির কটাক্ষের পাল্টা জবাব হিসেবেই দেখা হচ্ছে। নিজের টুইটে রাহুল আরও বলেছেন, কংগ্রেসের ইশতেহার আলোচনার ভিত্তিতে লেখা হয়েছে। দেশের লাখ লাখ নাগরিকের ইচ্ছা প্রতিফলিত হয়েছে বলে কংগ্রেসের ঘোষণা পত্রের জোর অনেক বেশি। সেটির মেধাও বেশি। আর বিজেপির ইশতেহার লেখা হয়েছে ঘরে বসে। একজন বিচ্ছিন্ন মানুষের কণ্ঠস্বর ছাড়া অন্য কিছুই তাতে নেই। বিজেপি দীর্ঘদিন ধরে যে সমস্ত বিষয় নিয়ে সরব সেগুলি তাদের ইশতেহারে স্থান পেয়েছে। আবারও অযোধ্যায় রামমন্দির নির্মাণের কথা বলেছে বিজেপি। বলেছে দেশের নিরাপত্তা এবং পরিকাঠামো খাতে বিনিয়োগের কথা। দিন কয়েক আগেই প্রকাশ্যে এসেছে কংগ্রেসের ইশতেহার। দেশের সবচেয়ে গরিব মানুষদের মাসে ৬ হাজার টাকা করে দেওয়ার কথা বলেছে কংগ্রেসের ঘোষণা পত্র। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ন্যায়। আর এই কথার উপর ভিত্তি করেই নির্বাচনী স্নোগান প্রকাশ করেছে কংগ্রেস। বলেছে ‘আব হোগা ন্যায়।’ পাল্টা স্লোগান তৈরি করেছে বিজেপিও। সেখানে আবারও মোদি সরকার গঠনের ডাক দিয়েছে বিজেপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন