বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘পিএম নরেন্দ্র মোদি’সহ পাঁচটি ফিল্ম মুক্তি পাচ্ছে কাল

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

আগামীকাল বলিউডে নির্মিত ‘পিএম নরেন্দ্র মোদি’, ‘মরুধর এক্সপ্রেস’, ‘দ্য তাসকেন্ট ফাইল্স’ ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়?’এবং ‘পাহাড়গঞ্জ- দ্য লিটল অ্যামস্টারডাম অফ ইন্ডিয়া’ ফিল্ম পাঁচটি মুক্তি পাচ্ছে। লেজেন্ড স্টুডিওস, প্যানোরামা স্টুডিওস এবং আনন্দ পণ্ডিত মোশন পিকচার্সের ব্যানারে বায়োগ্রাফিকাল ড্রামা ‘পিএম নরেন্দ্র মোদি’ মুক্তি পাচ্ছে। স›দ্বীপ সিং, সুরেশ ওবেরয় এবং আনন্দ পণ্ডিত ফিল্মটি প্রযোজনা করেছেন। ওমাঙ কুমারের পরিচালনায় অভিনয় করেছেন বিবেক ওবেরয়, বরখা বিশ্ট সেনগুপ্ত, জারিনা ওয়াহাব, মনোজ জোশি, বোমান ইরানি, দর্শন কুমার, প্রশান্ত নারায়ণ, আকশাত সালুজা, অঞ্জন শ্রীবাস্তব, রাজেন্দ্র গুপ্ত এবং যতিন কার্যেকার। শশী-খুশি সঙ্গীত পরিচালনা করেছেন। অথর্ব মোশন পিকচার্স এবং রেউইং এন্টারটেইনমেন্টের ব্যানারে কমেডি ফিল্ম ‘মরুধর এক্সপ্রেস’ মুক্তি পাচ্ছে। রাজ কুশভাহা ফিল্মটি প্রযোজনা করেছেন। বিশাল মিশ্রার পরিচালনায় অভিনয় করেছেন কুণাল রায় কাপুর, তারা আলিশা বেরি এবং রাজেশ শর্মা। তাসখন্দে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য নিয়ে পিরিয়ড ড্রামা ‘দ্য তাসকেন্ট ফাইল্স’ পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী: এতে অভিনয় করেছেন- নাসিরুদ্দিন শাহ, মিঠুন চক্রবর্তী, শ্বেতা বসু প্রসাদ, পঙ্কজ ত্রিপাঠী। সৌমিত্র রানাড়ে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়?’ পরিচালনা করেছেন; ফিল।মটিতে অভিনয় করেছেন মানব কৌল, নন্দিতা দাস এবং সৌরভ শুক্লা। রাকেশ রঞ্জন কুমারের পরিচালনায় পাহাড়গঞ্জ- দ্য লিটল অ্যামস্টারডাম অফ ইন্ডিয়া’তে অভিনয় করেছেন লোরেনা ফ্রাাঙ্কো, বৃজেশ জয়রাজন, নীত চৌধারি এবং রাজীব গৌরসিং।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন