শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

‘রোমিও আকবর ওয়াল্টার’ মাঝারি সাফল্য পেয়েছে

| প্রকাশের সময় : ১১ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

বলিউডে নির্মিত ‘রোমিও আকবর ওয়াল্টার’ এবং ‘নো ফাদার্স ইন কাশ্মীর’ ফিল্ম দুটি মুক্তি পেয়েছে গত শুক্রবার। ‘পিএম মোদি’ ফিল্মটিও মুক্তি পাবার কথা ছিল একটি দিন কিন্তু আইনগত প্রতিবন্ধকতায় মুক্তি পায়নি। অ্যাকশন ড্রামা ‘রোমিও আকবর ওয়াল্টার’ পরিচালনা করেছেন রবি গ্রেভাল। অভিনয় করেছেন জন এব্রাহাম, মৌনি রায়, জ্যাকি শ্রফ, সিকান্দার খের, সুচিত্রা কৃষ্ণমূর্তি, রঘুবীর যাদব, অনিল জর্জ এবং রাজেশ শৃঙ্গারপুরে। মুক্তির প্রথম দিন ফিল্মটি আয় করেছে ৬ কোটি রুপি। শনিবার ও রবিবারের আয় ৭.৭ কোটি রুপি এবং ৯ কোটি রুপি। সপ্তাহান্তের আয় ২২.৭ কোটি রুপি। সোমবারের আয় ৩ কোটি রুপি। চলচ্চিত্রটি সমালোচকদের আনুকূল্য পেয়েছে। প্রথম দিকে কিছুটা ধীর লয়ের হলেই সামগ্রিকভাবে উপভোগ্য। আশ্বিন কুমার ড্রামা ফিল্ম‘নো ফাদার্স ইন কাশ্মীর’ পরিচালনা করেছেন; ফিল্মটিতে অভিনয় করেছেন আশ্বিন কুমার, সোনি রাজদান, অংশুমান ঝা, কুলভূষণ খারবান্ডা, জারা ওয়েব, মায়া সারাও, নাতাশা মাগো, সুশীল দহিয়া, শিবম রায়না এবং শাহাবাজ ভাট। ৩৫ লাখ রুপিতে শুরু করে ফিল্মটি মঙ্গলবার পর্যন্ত আয় করেছে ১.৭৫ কোটি রুপি। অত্যন্ত সংবেদনশীল একটি বিষয়বস্তু নিয়ে চলচ্চিত্রটি নির্মিত তবে খুব আবেগ যোগ হয়নি এতে। প্রশংসিত হয়েছে ফিল্মটি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন