শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

কপিলকে ছাপিয়ে অ্যান্ডরসন

প্রকাশের সময় : ২২ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : হেডিংলি টেস্টের প্রথম দিন থেকেই যেন স্টুয়ার্ট ব্রডের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছিলেন জেমস অ্যান্ডারসন- কে আগে পাঁচ উইকেট নিতে পারে। শ্রীলঙ্কার ১ম ইনিংসে শেষ ব্যাটসম্যান শামিন্দা ইরাঙ্গাকে আউট করে সেই প্রতিযোগিতায় জিতেছেন অ্যান্ডারসন। সঙ্গে রেকর্ড বইয়েও নিজেকে উঠিয়ে নিলেন আরেক ধাপ ওপরে। ৪৩৮ উইকেট নিয়ে টেস্টে সর্বোচ্চ উইকেট শিকারি বোলারদের তালিকায় কপিল দেবকে টপকে গেছেন ইংলিশ পেসার। শুধু পেসারদের হিসেব করলে অ্যান্ডারসন এখন টেস্ট ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি। তার সাথে ব্রডের ৪ উইকেটে মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় লঙ্কানদের প্রথম ইনিংস। ২০১২ সালের প্রতিশোধ নিতে ব্যাটিংয়ে না নেমে সফরকারীদের ফলো অন করান ইংলিশ অধিনায়ক কুক। দ্বিতীয় ইনিংসেও নিজের গতিতে লঙ্কান শিবিরে ধ্বস নামান অ্যান্ডরসন। গতকাল সকাল থেকেই অ্যান্ডারসনের গতিরে কাছে হার মানতে থাকে ২০৬ রানে পিছিয়ে তৃতীয় দিন শুরু করা ম্যাথ্যুজের দল। এবারও ঝুলিতে পুড়েন ৫ উইকেট। তার সাথে এবার প্রতিযোগীতায় নামা স্টিফেন ফিন ক্ষ্যান্ত দেন ৩ উইকেট হাতিয়েই। এই দুজনের তোপের কাছে লঙ্কান ২য় ইনিংস থামে ১১৯ রানে। স্বাগতিকরা ম্যাচ জেতে ইনিংস ও ৮৮ রানে। আরো একটি ৫ উইকেট স্পেলের সুবাদে টালিটাকে আরেকটু সমৃদ্ধ করলেন এই অ্যান্ডরসন (৪৪৩)। সব মিলিয়ে এক টেস্টে ৪৫ রান দিয়ে ১০ উইকেট- যা এই পেসারের দ্বিতীয় সেরা বোলিং। এই নিয়ে তৃতীয় বারেরমত ১০ উইকেট শিকার অ্যান্ডারসনের। আর ৫ উইকেট- ২০ বার!
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১ম ইনিংস : ২৯৮ (৯০.৩ ওভারে) কুক ১৬, হালেস ৮৬, স্টোকস ১২, বেয়ারস্টো ১৪০, ফিন ১৭, চামিরা ৩/৬৪, শানাকা ৩/৪৬, হেরাথ ২/২৫। শ্রীলঙ্কা ৯১ (৩৬.৪ ওভারে) সিলভা ১১, চান্ডিমাল ১৫, ম্যাথ্যুজ ৩৪, থিরিমান্নে ২২, অ্যান্ডারসন ৫/১৬, ব্রড ৪/২১ ও ১১৯ (৩৫.৩) সিলভা ১৪, মেন্ডিস ৫৩, থিরিমান্নে ১৬, অ্যান্ডারসন ৫/২৯, ফিন ৩/২৬। ফল : ইংল্যান্ড ইনিংস ও ৮৮ রানে জয়ী। ম্যাচ সেরা : বেয়ারস্টো (ইংল্যান্ড)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন