শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

চোটের মিছিলে এবার মুস্তাফিজ

ইমরান মাহমুদ | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

নিউজিল্যান্ড সফর থেকে ফেরার পর বিশ্রাম নিয়ে প্রায় সাড়ে চার বছর পর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে ফিরেছিলেন মুস্তাফিজুর রহমান। কিন্তু মাত্র এক ম্যাচ খেলেই আবার থামতে হলো তাকে। অনুশীলনে বা পায়ের গোড়ালিতে চোট পেয়েছেন জাতীয় দলের এ পেসার। এক্স-রে পরীক্ষায় চিড় পাওয়া না গেলেও এই চোটে অন্তত দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন তিনি।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ড থেকে দেশে ফেরার পর গত সোমবারই প্রথম মাঠে নামেন মুস্তাফিজ। শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে বৃষ্টিবিঘিœত সেই ম্যাচে তরুণ এই পেসার নেন ৩ উইকেট। গতকালও খেলাঘরের বিপক্ষে মাঠে নামার কথা ছিল কাটার মাস্টারের। কিন্তু তার আগের দিন অনুশীলনে ওয়ার্মআপ করতে গিয়ে গোড়ালিতে চোট পান এই পেসার। বিসিবির প্রধান চিকিৎসক ডা. দেবাশীষ চৌধুরী আশা করছেন সপ্তাহ দুয়েকের বিশ্রামেই সেরে উঠবেন পেস আক্রমণে বাংলাদেশের বড় ভরসা, ‘গতকাল (পরশু) অনুশীলনের সময় বা পায়ের গোড়ালিতে আঘাত পায় ও। এরপর আমরা ওর প্রাথমিক চিকিৎসা সম্পন্ন করি। আজকে (গতকাল) ওর একটা এক্স-রে করা হয়। এক্স-রেতে হাড়ে কোন চিড়ের অস্তিত্ব ধরা পড়েনি। ফ্র্যাকচারজনিত কোন সমস্যা নেই। লিগামেন্টে হালকা চোট আছে, ল্যাটারেল অ্যাংকল স্প্রেইন। এই ধরণের স্প্রেইন ওর আগেও ছিল।’

এই চোটের কারণে প্রিমিয়ার লিগে তো বটেই আগামী ২২ এপ্রিল থেকে জাতীয় দলের বিশ্বকাপ ক্যাম্পেও শুরু থেকে থাকছেন না মুস্তাফিজ। তবে দেবাশীষ আশা করছেন আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগেই সেরে উঠবেন এই পেসার, ‘কবে সারবে এটা অনুমান করা খুব কঠিন। তবে সাধারণত সপ্তাহ দুয়েক পরে ব্যথার তীব্রতা কমে আসে। আমরা এই সময়টার পরিকল্পনা করছি। এক্স-রে রিপোর্ট নিয়ে আমরা একটা রিভিউ করেছি। পরবর্তী দুই সপ্তাহে ও ‘পার্শিয়াল ওয়েট-বিয়ারিং রেস্ট’ নেবে। দুই সপ্তাহ পর আমরা ওকে আবার রিভিউ করবো। আশা করছি তখন ও স্কিল ট্রেনিং শুরু করতে পারবে।’

মুস্তাফিজের চোটের দিন বিসিবির প্রধান চিকিৎসকের কাছ থেকে আশার বানী পাওয়া গেল আগে থেকে চোটে ভোগা দুই অভিজ্ঞ সেনানী মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর ক্যাম্পে থাকা নিয়ে। দেবাশীষ জানালেন, শুরুর দিন থেকে পুরোদমে অনুশীলন করতে পারবেন পুনর্বাসন প্রক্রিয়ায় থাকা এই দু’জন, ‘মুশফিকের কিছুটা রিব ট্রমার ব্যথা ছিল। যদিও খেলাধূলার সঙ্গে এটার তেমন সম্পর্ক নেই, খেলতে কোনো সমস্যা হচ্ছে না। তবে ও যেহেতু পাঁজরে কিছুটা ব্যথার কথা বলেছিল, তাই আমরা ওকে এমআরআই স্ক্যান করাই। স্ক্যানে ওর হাড়ে কোনো সমস্যা ধরা পড়েনি। রিপোর্টটা নর্মাল এসেছে। আশা করছি ওর খেলতে কোনো সমস্যা হবে না।’

চেটে থাকা বাকিদের কি অবস্থা? দেবাশীষকে বলতে হলো রুবেল হোসেন এবং মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়েও। হ্যামস্ট্রিংয়ের চোট থেকে সেরে ওঠার পথে আছেন রুবেল। পেস বোলিং অলরাউন্ডার সাইফউদ্দিন টেনিস এলবোর চোটে ভুগছেন। তবে তাদের নিয়ে কোনো শঙ্কা দেখেন না দেবাশীষ, ‘রুবেলের পুনর্বাসন এই সপ্তাহে শেষ হতে যাচ্ছে। শনিবার থেকে ওর বোলিং অনুশীলন শুরু হবে। আশা করছি ও পর্যাপ্ত বিশ্রাম পেয়েছে। আর সাইফ এখন খেলার মধ্যেই আছে। ফিটনেসজনিত কারণে কিন্তু ও খেলা থেকে দূরে নেই। ও সব খেলাই খেলছে এবং যথেষ্ঠ ভালো পারফর্ম করছে। ওর ব্যাপারে আমরা যথেষ্ঠ খুশি। এই মুহূর্তে আমরা ইনজেকশনের চিন্তা করছি না। কারণ ইনজেকশন দিলে একটা লম্বা সময় বিশ্রামের ব্যাপার থাকে।’

আর মেহেদী হাসান মিরাজ? স্মিথ হেসে দেবাশীষ জানালেন, ভালোই আছেন স্পিন অলরাউন্ডার, ‘ওর আঙুলের এক্স-রেতে তেমন কিছু ধরা পড়েনি। ব্যথা যদিও একটু আছে আঙুলে, সময়ে যা ঠিক হয়ে যাবে। তবে এই অফ স্পিনিং অলরাউন্ডারকে পেয়ে বসেছে জ্বরে। তবে ঠিক সময়েই ক্রিকেটে ফিরছেন সে-ও।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন