শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামী বিশ্ব

ইসরাইলের গোয়েন্দা শকুন আটক হলো লেবাননে

প্রকাশের সময় : ২৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ইসরাইলের একটি গোয়েন্দা শকুন আটকের দাবি করেছে লেবানন। দক্ষিণ লেবাননের অধিবাসীরা ইসরাইলের স্থান শনাক্তকরণ ট্রান্সমিটারসহ একটি শকুনকে আটক করেছে। এটি ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি করছিল বলে তাদের দাবি। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেসটিভির অনলাইন সংস্করণে জানানো হয়, গত মঙ্গলবার লেবাননের সীমান্তবর্তী এলাকা পাড়ি দেয়ার সময় বিন্ট জেবিল শহরের বাসিন্দারা শকুনটিকে আটক করেন। ছবিতে দেখা যায়, বিরাটাকার শকুনটির দুই ডানায় ইংরেজিতে পি ৯৮ লেখা স্টিকারের মতো কিছু একটা আটকে দেয়া হয়েছে। এর আগে গত আগস্ট মাসে ফিলিস্তিনের অবরুদ্ধ শহর গাজার উপকূলের কাছে ইসরাইলের একটি ‘গোয়েন্দা’ ডলফিন আটকের দাবি করে হামাস। আটকের আগে কয়েক দিন ধরেই ওই ডলফিনকে গাজার উপকূলে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। আটকের পর হামাস বাহিনী ডলফিনটির দেহের উপরিভাগে বাঁধা ছোট ভিডিও ক্যামেরা উদ্ধার করেছে। ক্যামেরাটি দূর থেকে নিয়ন্ত্রণ করা যায় বলে জানিয়েছে হামাস। এছাড়া ডলফিনের গায়ে বাঁধা ছিল তীর ছোড়ার উপযোগী ক্ষুদ্র যন্ত্র। পরীক্ষার পর জানা গেছে, ওই তীরে বিষ মাখানো ছিল, যা মানুষ মারতেও সক্ষম। আল-জাজিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন