বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

স্মৃতিসৌধে শহীদদের শ্রদ্ধা জানালেন ভুটানের প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার, সাভার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ২:১৩ পিএম

সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভুটানের প্রধানমন্ত্রী ডা. লোটে শেরিং।
এরআগে শুক্রবার তাঁর সফর সঙ্গীদের নিয়ে রয়েল ভুটান এয়ারলাইনসে চারদিনের সফরে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
পরে তিনি সকাল ১১ টা ১০ মিনিটে সাভারে জাতীয় স্মৃতি সৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেন।
এ সময় তিনি একটি ‘বিচিত্রা বকুল’ গাছের চারা রোপন করেন এবং সৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এসময় তাঁর সাথে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ.ম রেজাউল করিম, ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্র ডা. এনামুর রহমার, ৯ পদাতিক ডিবিশনের জিওসি মেজর জেনারেল আকবর, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ মিজান শাফিউর রহমানসহ উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন