শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহানবীকে নিয়ে কটূক্তিকারী জবি শিক্ষার্থী রিমান্ডে

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৯, ৭:০৯ পিএম

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ফরহাদ হোসাইন ফাহাদের (২১) দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

ফাহাদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের ১৩তম ব্যাচের ছাত্র।

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় শুক্রবার ঢাকা মহানগর হাকিম আদালতে এ আসামির পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর কোতয়ালী থানার এসআই রুবেল খান। তার আবেদনের ওপর শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৮ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্র মো. নূর-ই-আলম এই মামলা দায়ের করেন। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাখারীবাজার শনি দেবের মন্দিরের সামনে থেকে ফাহাদকে গ্রেপ্তার করে কোতয়ালী থানা পুলিশ।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
মোঃ সুজন মিয়া ১৩ এপ্রিল, ২০১৯, ২:৫৪ পিএম says : 0
এইসব কুলাঙ্গারদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে নিয়ে কটুক্তি করার সাহস পাই কোথা থেকে। ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন