বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

অভ্যন্তরীণ

আ.লীগ প্রার্থীর বিপক্ষে অবস্থান উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ৮ নেতা বহিষ্কার

প্রকাশের সময় : ২৪ মে, ২০১৬, ১২:০০ এএম

মির্জাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা
টাঙ্গাইলের মির্জাপুরে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে মির্জাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সদস্য মীর্জা শামীমা আক্তার শিফাসহ ৮ নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। গত রোববার টাঙ্গাইল জেলা আ.লীগ সভাপতি জেলা পরিষদের প্রশাসক ফজলুর রহমান খান ফারুক ও সম্পাদক অ্যাডভোটেক জোয়াহেরুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশের মাধ্যমে তাদের বহিষ্কার করা হয়। এর আগে গত শনিবার তাদের দল থেকে বহিষ্কারের জন্য মির্জাপুর উপজেলা আ.লীগের সভাপতি আলহাজ একাব্বর হোসেন এমপি ও সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ টাঙ্গাইল জেলা কমিটি বরাবর সুপারিশ পত্র পাঠান। বহিষ্কৃত অন্যরা হলেনÑমির্র্জাপুর উপজেলা আ.লীগের সহ-সভাপতি ভাদগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোবারক হোসেন সিদ্দিকী, উপজেলা আ.লীগের আরেক সহ-সভাপতি বাঁশতৈল ইউনিয়নের সাবেক চেয়ামর‌্যান মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম নুরু, উয়ার্শী ইউনিয়ন আ.লীগের যুগ্ম সম্পাদক মো. সাইফুল ইসলাম, জামুর্কী ইউনিয়ন আ.লীগের সভাপতি এসএম বদরুল আলম ফারুক, উপজেলা আ.লীগের সদস্য এসএম সানোয়ার হোসেন, উয়ার্শী ইউনিয়ন আ.লীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি সম্পাদক  মো. সুরুজ আল মামুন ও মহেড়া ইউনিয়ন আ.লীগ নেতা সাহাদৎ হোসেন। এ ব্যাপারে মির্জাপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের বলেন, দলের মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নিয়ে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে গঠনতন্ত্র মোতাবেক তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৮ মে পঞ্চম ধাপে এ উপজেলার ১৪টি ইউনিয়নের ৮ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন