বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে সেনাপ্রধান

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ সোমবার রাতে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে ৮ দিনের সরকারী সফরে কঙ্গো ও দক্ষিণ সুদানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে তিনি উভয় দেশে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিজেন্টসমূহ পরিদর্শন ও সেনা সদস্যেদের উদ্দেশ্যে দরবার নেবেন। পাশাপাশি সেনাবাহিনী প্রধান উভয় মিশনে নিয়োজিত শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের সাথেও সৌজন্য সাক্ষাত করবেন। কঙ্গোতে তিনি ফোর্স কমান্ডার ও ডেপুটি এসআরএসজি এর সাথে সৌজন্য সাক্ষাত এবং ইতুরি প্রদেশের গভর্নর এর সাথে মতবিনিময় করবেন। এছাড়াও, দক্ষিণ সুদান সফরকালে তিনি এসআরএসজি, ফোর্স কমান্ডার ও ডাইরেক্টর মিশন সাপোর্ট এবং দক্ষিণ সুদানের চীফ অব ডিফে›স ফোর্সের সাথে সৌজন্য সাক্ষাত করবেন। উল্লেখ্য, সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ২৭ এপ্রিল দেশে ফিরবেন। আইএসপিআর

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন