বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শ্রমিক ধর্মঘটে অচল সারা দেশের নৌপথ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ১২:৪৯ পিএম

নৌযান শ্রমিকদের ডাকা ধর্মঘটে সারাদেশে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। মঙ্গলবার প্রথম প্রহর থেকে নৌযান শ্রমিকরা লাগাতার এই ধর্মঘট শুরু করে। তবে এর আগে সোমবার শ্রম প্রতিমন্ত্রীর সঙ্গে নেতাদের ফলপ্রসূ আলোচনার ফলে শ্রমিক নেতারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন বলে শ্রম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আখতারুল ইসলাম জানিয়েছিলেন। তবে সেই আলোচনা ভেস্তে গেছে।

মঙ্গলবার সকালে শ্রমিকদের ধর্মঘটে ঢাকার সদরঘাট থেকে কোনও লঞ্চ ছেড়ে যায়নি। অনেকেই ঘাটে এসে কোনও লঞ্চ না পেয়ে বিপাকে পড়েছেন। ফিরে গেছেন যাত্রীরা। বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক দীনেশ কুমার সাহা বলেন, সকালে সদরঘাটে অনেক যাত্রী এসেছিল। কিন্তু লঞ্চ না চলায় তারা ফিরে যান।

তিনি আরও জানান, সোমবার রাত ১২টার পর সদরঘাট থেকে কোনও লঞ্চ ছাড়েনি। তবে দক্ষিণাঞ্চল থেকে রাত ১২টার আগে ছেড়ে আসা ৪৩টি লঞ্চ সদরঘাটে এসেছে। সরকার নির্ধারিত কাঠামোয় মালিকরা বেতন না দেওয়ায় এই ধর্মঘট ডাকা হয়েছে বলে শ্রমিকরা জানিয়েছেন।

রফিকুল ইসলাম নামের এক লঞ্চ শ্রমিক জানান, সরকার কর্তৃক নির্ধারিত বেতন মালিকরা আমাদের এখনও দিচ্ছে না। ইনক্রিমেন্ট বা কোনও ধরনের নিরাপত্তা নেই। তাই নৌযান চলাচল বন্ধ রেখেছি। ফলপ্রসূ আলোচনা না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন