শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ভূঞাপুরে পাঁচ ইভটিজারের কারাদন্ড

ভূঞাপুর (টাঙ্গাইল) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৯, ৫:১৫ পিএম

টাঙ্গাইলের ভূঞাপুরে স্কুলগামি ছাত্রীদের উত্যক্ত করার অপরাধে পাঁচ বখাটেকে বিভিন্ন অংকে অর্থ দন্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ঝোটন চন্দ। দন্ড প্রাপ্তরা হলেন, গোপালপুর উপজেলার নারুচী গ্রামের মো. রকিবুল হোসেনের ছেলে শাকিল হোসেন (১৫), টাঙ্গাইল সদর উপজেলার এনায়েতপুর গ্রামের জাফরের ছেলে মো. সুমন (১৬), সিরাজগঞ্জ সদর উপজেলার একডালা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মানিক (১৫), ভূঞাপুর উপজেলার আগতেরিল্যা গ্রামের শাহানশার ছেলে আল আমিন (১৬), একই উপজেলার অর্জুনা গ্রামের শহিদুল ইসলামের ছেলে মো. মানিক হোসেন (১৪)।

জানা যায়, মঙ্গবার সকালে বিদ্যালয়ে যাওয়ার পথে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে ছাত্রীদের বডি স্প্রে প্রয়োগ করে। স্থানীয়রা বিষয়টি পুলিশ হেড কোয়াটারে ৯৯৯ এ নাম্বারে কল করে জানান। পরে উপজেলার আগতেরিল্যা গ্রাম থেকে ওই ঘটনার সাথে জড়িত পাঁচ জনকে আটক করে ভূঞাপুর থানা পুলিশ। দুপুরে তাদের উপজেলা নির্বাহী অফিসার ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিভিন্ন অংকে অর্থ দন্ড ও অনাদায়ে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন