বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরার শ্যামনগরে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীর মামলা

সাতক্ষীরা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ৪:৫৯ পিএম

সাতক্ষীরার শ্যামনগরে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে শ্যামনগর থানায় নিজে বাদী হয়ে মামলাটি দায়ের করে ওই স্কুল ছাত্রী। মামলা নং-১৬। তারিখ-১৭-০৪-২০১৯।

অভিযুক্ত শিক্ষক হাফিজুর রহমান শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের সেন্ট্রাল কালি নগর গ্রামের এছাহাক মল্লিকের ছেলে। তিনি উপজেলার নকিপুর হরিচরণ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের শিক্ষক।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন জানান, শিক্ষক হাফিজুর রহমান গত ১৫ এপ্রিল বিদ্যালয়ের ক্লাস চলাকালীন সময়ে ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রীকে জোর পূর্বক গায়ে হাত দিয়ে শ্লীলতাহানি করে। বিষয়টি ওই স্কুল ছাত্রী বাড়িতে গিয়ে তার বাবা-মাকে জানায়। এরপর তারা তাদের স্বজনদের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করে থানায় মামলা দায়েরের সিদ্ধান্ত নেন। এবং আজ (বুধবার) দুপুরে ওই স্কুল ছাত্রী নিজে বাদী হয়ে শিক্ষক হাফিজুর রহমানের বিরুদ্ধে শ্যামনগর থানায় শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করে।
তিনি আরো জানান, লম্পট ওই শিক্ষককে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন