বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নেত্রকোনার দুর্গাপুরে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত

নেত্রকোনা জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৯, ৭:২৩ পিএম

নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা সীমান্তবর্তী ধোবাউড়া উপজেলার ১নং দক্ষিণ মাইজ পাড়া ইউনিয়নে মাধুপাড়া সীমান্ত ফাঁড়ির কাছে মনসা পাড়া এডভ্যানটিজ সেমিনারী এন্ড স্কুলের অডিটরিয়ামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র মধ্যে সেক্টর পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ (বুধবার) সকাল সাড়ে ১১টার দিকে বিএসএফ’র ১৪ সদস্যের একটি প্রতিনিধি দল বাংলাদেশের বিজয়পুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় বিজিবি’র পক্ষ থেকে তাদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। বিএসএফ’র শিলং সেক্টর কমান্ডার ডিআইজি শ্রী আভতার সিং সাহী বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। তার সাথে উপস্থিত ছিলেন, বিএসএফ ১৪১ ব্যাটেলিয়নের কমান্ডার শ্রী সত্যবান কাঞ্চি, ৫৮ ব্যাটেলিয়নের কমান্ডার শ্রী নীলেন্দ্র গাঙ্গুলী, ৫৮ ব্যাটেলিয়নের টুআইসি স্টাফ অফিসার রবীন্দ্র মারদানি। সম্মেলনে ১৯ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি দলের পক্ষে নেতৃত্ব দেন ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল মোঃ আনিসুর রহমান। প্রতিনিধি দলে ছিলেন ৩১ বিজিবি’র অধিনায়ক কর্নেল মোঃ শাহজাহান সিরাজ, নেত্রকোনা ব্যাটেলিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান, বিজিবি ময়মনসিংহের ভারপ্রাপ্ত অতিরিক্ত পরিচালক (অপারেশন) অমর খসরুসহ অন্যরা। বিজিবি সূত্র জানায়, বৈঠকে সীমান্ত পথে অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র চোরাচালান, মাদক ও নারী-শিশু পাচার প্রতিরোধে করণীয় সম্পর্কে উভয় পক্ষের মধ্যে বিশদ আলোচনা হয়। এছাড়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির জন্য বিজিবি-বিএসএফ পর্যায়ে যৌথভাবে খেলাধুলা প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাইক্লিং, বিভিন্ন পর্যায়ের কোর্স/ক্যাডারের সম্মিলিত অংশগ্রহণের বিষয়ে উভয় পক্ষ সম্মতি জ্ঞাপন করেন। সীমান্তে অবৈধ অনুপ্রবেশ বন্ধে ২টি বর্ডার হাঁট স্থাপনে উভয় পক্ষ ঐক্যমতে পৌঁছান। সম্মেলন শেষে বিকালে বিএসএফ প্রতিনিধি দলটি ভারতে ফেরত যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন