শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

একটি ফিল্মও সন্তোষজনক আয় করতে পারেনি

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

গত শুক্রবার বলিউডে নির্মিত ‘পিএম নরেন্দ্র মোদি’, ‘মরুধর এক্সপ্রেস’, ‘দ্য তাসকেন্ট ফাইল্স’ ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়?’এবং ‘পাহাড়গঞ্জ- দ্য লিটল অ্যামস্টারডাম অফ ইন্ডিয়া’ ফিল্ম পাঁচটি মুক্তি পাবার কথা ছিল। শেষ পর্যন্ত ‘পিএম নরেন্দ্র মোদি’র মুক্তি স্থগিত হয়েছে। আর ‘দ্য তাসকেন্ট ফাইল্স’এবং ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়?’ ফিল্ম দুটি কিছুটা আয় করতে পেরেছে বা আলোচনায় এসেছে। তাসখন্দে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর মৃত্যুর রহস্য নিয়ে পিরিয়ড ড্রামা ‘দ্য তাসকেন্ট ফাইল্স’ পরিচালনা করেছেন বিবেক অগ্নিহোত্রী: এতে অভিনয় করেছেন- নাসিরুদ্দিন শাহ, মিঠুন চক্রবর্তী, শ্বেতা বসু প্রসাদ, পঙ্কজ ত্রিপাঠী। ৪০ লাখ রুপি আয় দিয়ে ফিল্মটি যাত্রা শুরু করে চারদিনের মাথায় আয় করেছে ২.৫৫ কোটি রুপি। সৌমিত্র রানাড়ে ‘আলবার্ট পিন্টো কো গুসসা কিউ আতা হ্যায়?’ পরিচালনা করেছেন; ফিল্মটিতে অভিনয় করেছেন মানব কৌল, নন্দিতা দাস এবং সৌরভ শুক্লা। ফিল্মটির বুধবার পর্যন্ত আয় ১ কোটি রুপির কম, তবে ফিল্মটি গড়ের চেয়ে ভাল প্রশংসা পেয়েছে। ‘কেসরী’র সর্বশেষ আয় ১৫২ কোটি রুপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন