বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

লন্ডনে তিন শতাধিক গ্রেফতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কর্তৃপক্ষের পদক্ষেপের দাবিতে সোমবার রাজপথে বিক্ষোভকালে ধরপাকড়ের শিকার হন বিক্ষোভকারীরা। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ জানিয়েছে, ওই বিক্ষোভ থেকে গ্রেফতারের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এসোসিয়েটেড প্রেস। সোমবার অধিকার কর্মীদের বিক্ষোভে অচল হয়ে পড়ে লন্ডন। সেন্ট্রাল লন্ডনে জড়ো হয়ে বড় ধরনের বিক্ষোভ করেন তারা। তাদের দাবি, জলবায়ু পরিবর্তনকে দুর্যোগ হিসেবে ঘোষণা করতে হবে। মার্বেল আর্চ, অক্সফোর্ড সার্কাস, পিকাডিকালি সার্কাস ও পার্লামেন্ট স্কয়ারের মতো গুরুত্বপূর্ণ স্থানগুলোতে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভকারীরা মার্বেল আর্চে প্রবেশের সময় বাধা দেয় পুলিশ। এ সময় বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় চালানো হয়। বিক্ষোভকারীদের দাবি, ২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে হবে। কয়েকজন বিক্ষোভকারী ওয়াটারলু সেতুর কাছে একটি লরির সঙ্গে নিজেদের আঠা দিয়ে লাগিয়ে ফেলেন, যেন পুলিশ তাদের সরাতে না পারে। বিবিসি, এপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Mohammed Mojnu ১৮ এপ্রিল, ২০১৯, ৯:৪৭ এএম says : 0
tader dai gulo amar kase logical mone hosse
Total Reply(0)
Md Nazrul Islam ১৮ এপ্রিল, ২০১৯, ৯:৫৪ এএম says : 0
২০২৫ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনতে হবে।
Total Reply(0)
কাওসার আহমেদ ১৮ এপ্রিল, ২০১৯, ৯:৫৫ এএম says : 0
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় কর্তৃপক্ষের পদক্ষেপের দাবিতে সারা বিশ্বে আন্দোলন হওয়া দরকার।
Total Reply(0)
খাইরুল ইসলাম ১৮ এপ্রিল, ২০১৯, ৯:৫৫ এএম says : 0
কার্বন নিঃসরণ শূন্যতে নামিয়ে আনার কোন বিকল্প নেই
Total Reply(0)
নিয়াজ মাহমুদ ১৮ এপ্রিল, ২০১৯, ৯:৫৬ এএম says : 0
আন্দোলন যদি শান্তিপূর্ণ হয়ে থাকে তাহলে গ্রেফতার করা ঠিক হয় নাই
Total Reply(0)
বুলবুল আহমেদ ১৮ এপ্রিল, ২০১৯, ৯:৫৮ এএম says : 0
ওই দেশে এ গুলো ব্যাপার না। কারণ তাদের দেশে আইনের শাসন আছে
Total Reply(0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন