বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

প্রশাসনকে সহযোগিতা করায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলা

কাপ্তাই (রাঙ্গামাটি) উপজেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

কাপ্তাই রাইখালী ইউপি প্যানেল ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. একরামুল হক প্রশাসনকে সহযোগিতা করায় এবং চাঁদা না দেয়ার অভিযোগে দুর্বৃত্তরা পিটিয়ে আহত করেছে।
ইউপি চেয়ারম্যানে ছেলে বলেন, গত সোমবার নাররনগিরি রাইখালী ইউপি এলাকায় পাহাড়ি সম্প্রদায়ের মাসসের আয়োজনে একদিনের উৎসব ছিল। ঐ পানি উৎসবে প্রধান অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপিসহ রাঙ্গামাটি জেলার বিভিন্ন উধর্বতন কর্মকর্তাবৃন্দ। উক্ত উৎসবে দায়িত্বপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান হিসেবে কাজে-কর্মে প্রশ্রাসনকে সহযোগিতা করে এবং একদিনের জন্য সাংগ্রাই পানি উৎসবে কিছু দোকান দেয় এলাকার লোকজন। ঐ দোকান থেকে স্থানীয় থোয়াইচিং প্রু চৌধুরী রুবেলের ভাতিজা মিশুক চাঁদা চায়। চাঁদা না দেয়ার প্রতিবাদ করেন ইউপি চেয়াম্যানে ছেলে রাব্বি। কেন চাঁদা দেওয়া হল না বা প্রশাসনকে সহযোগি করার অভিযোগে গত মঙ্গলবার সন্ধ্যায় রাইখালী ইউপি চেয়ারম্যানকে একা পেয়ে থোয়াইচিংপ্রু চৌধুরী রুবেল (পার্বত্য চটগ্রাম যুব সংহতির সাবেক সভাপতি) নেতৃত্বে ৩/৪ মিলে হামলা করে গুরুতর আহত করে। লোকজন মুমূর্ষু অবস্থায় রাতে প্রথমে কাপ্তাই স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন