বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

নারীদের আর্থিক সেবা দিতে আইপিডিসি ও টেলিনরের চুক্তি

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ও ‘টেলিনর হেলথ’ ডিজিটাল স্বাস্থ্যসেবা ‘টনিক’ যৌথভাবে নারীদের স্বাস্থ্যসেবার পাশাপাশি এক ভ্যালু অ্যাডেড সার্ভিস ও বিশেষ হারে আমানত সংগ্রহ ও ঋণ প্রদানের মাধ্যমে আর্থিক সেবার সূচনা করতে যাচ্ছে। এই অফারের আওতায় আইপিডিসির আর্থিক সেবা গ্রহণকারী যেকোন নারী ‘টনিক’ সেবাটি গ্রহণ করতে পারবেন। এছাড়াও আইপিডিসির নারী গ্রাহকরা অগ্রাধিকার ভিত্তিতে ডিপোজিটের ক্ষেত্রে অতিরিক্ত দশমিক ২৫ শতাংশ বেশি হারে ও ঋণ গ্রহণের ক্ষেত্রে দশমিক ২৫ শতাংশ কম সুদ হার উপভোগ করতে পারবেন। আর এসব সেবার পাশাপাশি ‘টনিক’ এর সাধারণ সেবাসমূহে যেমন ২৪ ঘণ্টা ডাক্তারের পরামর্শ গ্রহণের সুযোগ, চিকিৎসা ব্যয় বহন, স্বাস্থ্য পরীক্ষা, ডাক্তারদের সাথে সার্বক্ষণিক কথোপকথনের সুযোগ, ৪০০ এর অধিক বিশেষজ্ঞ চিকিৎসকের সাক্ষাতের সেবা ছাড়াও ৫০০ এর অধিক ‘টনিক’ পার্টনার ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে পাওয়া যাবে বিশেষ ছাড়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন