বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশ কমেছে’

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

সরকারের নেয়া নানা উদ্যোগের ফলে দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশ কমেছে বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। গতকাল রাজধানীর মিরপুরে পল্লী শিশু ফাউন্ডেশনের (পিএসএফ) কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই দাবি করেন। প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আমাদের দেশে উন্নয়নের বড় কারণ হচ্ছে পল্লী উন্নয়ন। বর্তমানে সরকারের নানা উদ্যোগের ফলে দেশে শিশু মৃত্যুর হার ৭৫ শতাংশ কমেছে। কমেছে মাতৃ মৃত্যুহারও। তিনি আরো বলেন, ১৯৯৬ সালে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় ১৩ হাজার ফাউন্ডেশনকে পল্লী উন্নয়নের জন্য অনুমোদন দেন। পরবর্তী সরকার এসে তা বন্ধ করে দেয়। ২০০৯ সালে শেখ হাসিনার সরকার আসার পরে প্রায় ১৪ হাজার ফাউন্ডেশনের অনুমোদন দেয়। এসব ফাউন্ডেশন বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষা, প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, বিনামূল্যে পথশিশুদের ভ্রাম্যমাণ চিকিৎসা সেবা, মা ও শিশুর স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন