বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

প্রবাস জীবন

মালয়েশিয়ায় চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠী হবে বাংলাদেশীরা

প্রশ্নোত্তর পর্বে ড. মাহাথির

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

মালয়েশিয়ায় বর্তমানে প্রায় ২০ লাখ বাংলাদেশী কাজ করছে। খুব দ্রুতই তারা মালয়েশিয়ায় মালয়, চীনা ও ভারতীয়দের পর চতুর্থ বৃহত্তম জনগোষ্ঠীতে পরিণত হবে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। গত শনিবার দেশটির পারদানা লিডারশিপ ফাউন্ডেশনে তরুণদের সঙ্গে সরাসরি এক প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। খবর দ্য স্টার অনলাইন।
তিনি আরো বলেন, যদি স্থানীয় অধিবাসীরা তাদের কর্মক্ষেত্রগুলোতে কাজ করা থেকে বিরত থাকা অব্যাহত রাখে তাহলে বিদেশী শ্রমিকরা দ্রুতই মালয়েশিয়ার চতুর্থ শক্তিতে পরিণত হবে। কারণ স্থানীয়রা কাজ না করলে তো অন্যদের আসতেই হবে।
ড. মাহাথির বলেন, সবকিছু দেখে মনে হচ্ছে, সেই ব্রিটিশ সময়ের দিকে আমরা চলে যাচ্ছি। তখন স্থানীয়রা রবার স্টেটে ও মাইন খনিতে কাজ করতে না চাওয়ায় ব্রিটিশরা ভারত ও চীন থেকে অন্যদের নিয়ে আসতো। যদি স্থানীয়রা কাজ না করে তাহলে সেই ইতিহাসেরই পুনরাবৃত্তি হবে।
উপস্থিত জনতাকে উদ্দেশ করে তিনি আরো বলেন, মালয়শিয়ানদের মনের পরিবর্তন ঘটাতে হবে। যাতে তারা সরকারের ওপর নির্ভরশীল না হয়ে নিজেরাই স্বয়ংসম্পন্ন হন। কারণ তিনি মনে করেন, আর্থিক সাহায্য মানুষকে দুর্বল করে দেয়।
ড. মাহথির তরুণদের উদ্দেশে বলেন, আমাদের সঠিক মূল পরিমাপ করার প্রয়োজন। শৃঙ্খলা আর কঠোর পরিশ্রমের ফলেই আমরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারি। আমাদেরকে ফের ইংরেজি ভাষায় গণিত ও বিজ্ঞান শেখার প্রবর্তনের জরুরি হয়ে পড়েছে। মালয়েশিয়ানরা বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষজ্ঞ হয়ে উঠতে পারে। আমাদের অবস্থা এমন হয়েছে যে, জাতীয় নিরাপত্তার জন্য অস্ত্রের উন্নয়ন করার জন্য প্রয়োজনীয় প্রযুক্তিও নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (8)
Sayed Munir Husain ১৮ এপ্রিল, ২০১৯, ১:১৫ এএম says : 0
অল‌রে‌ডি ৪র্থ জন‌গোষ্ঠী। মাহা‌থির এটাই বল‌ছে। মা‌লে‌শিয়ানরা য‌দি প‌রিশ্রম না ক‌রে। অারও বাঙা‌লি অা‌সে। তাহ‌লে মা‌লে‌শিয়া বাংলা‌দে‌শের অঙ্গরাজ্য হ‌য়ে যাবে। মালয় রা য‌দি তা ঠেকা‌তে হয় তাহ‌লে প‌রিশ্র‌মি হ‌তে হ‌বে।
Total Reply(0)
Sid ১৮ এপ্রিল, ২০১৯, ১:১৬ এএম says : 0
ওয়াও ! মালয়েশিয়া'র পিছিয়ে পড়তে আর বেশি বাকি নেই !
Total Reply(0)
Ashraf Ador ১৮ এপ্রিল, ২০১৯, ১:১৬ এএম says : 0
তার মানে মালেশিয়া থেকে বাংলাদেশিদের তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছে।
Total Reply(0)
Abdullah Karim ১৮ এপ্রিল, ২০১৯, ১:১৬ এএম says : 0
বলে কি?
Total Reply(0)
Mhmod Mhmod ১৮ এপ্রিল, ২০১৯, ১:২০ এএম says : 0
মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি আপনি কিছু করেন মালুসিয়া প্রবাসীর জন্য অনেক কষ্ট অবৈধ যারা
Total Reply(0)
Mohammad Sohel ১৮ এপ্রিল, ২০১৯, ১:২০ এএম says : 0
অবৈধ ১২ লাখ ধরে ফিরত পাঠানো হোক তারা আইসা তাদের পরিবারের সাথে সময় কাটাক আর নতুন করে ১২ লাখ ভিসা প্রদান করা হোক যেনো দালালের বৌ রা দামি পার্লারে যাইতে পারে
Total Reply(0)
ইমরান ১৮ এপ্রিল, ২০১৯, ১০:০২ এএম says : 0
মালয়েশিয়াসহ অন্যান্য শ্রম বাজারকে আমাদের কাজে লাগাতে হবে।
Total Reply(0)
ফিরোজ ২০ এপ্রিল, ২০১৯, ৬:৫১ পিএম says : 0
আমি দুই মাস হলে পাসপোর্ট জমা দিছি কলিন ভিসা কবে যাইতে পারি
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন