শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

কোটালীপাড়ায় বৈশাখী মেলায় ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

কোটালীপাড়া উপজেলা সাংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ৭:২৬ পিএম

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বর্ষবরণ উপলক্ষে বৈশাখী মেলায় গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ও আজ উপজেলার উত্তর কোটালীপাড়া লাটেঙ্গা মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করেন বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও দ্বিতীয়বার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান বিমল কৃষ্ণ বিশ্বাস। প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি আওয়ামীলীগ নেতা প্রিয়লাল মৃধার সভাপতিত্বে ও বিমল কৃষ্ণ বিশ্বাসের উদ্বোধনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্জ লুৎফর রহমান শেখ, বিশেষ অতিথি পৌর মেয়র হাজি মোঃ কামাল হোসেন শেখ, আওয়ামীলীগ সহ-সভাপতি ও ভাইস চেয়ারম্যান আঃ খালেক হাওলাদার, আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া দাড়িয়া, কৃষ্ণ প্রসাদ মজুমদার, সাংগঠনিক সম্পাদক আয়নাল হোসেন শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান লক্ষ্মি রানী সরকার, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক মন্ডলির সদস্য আতিকুজ্জামান বাদল, রুহুল আমিন খান, ইউপি চেয়ারম্যান আবু সাইদ সিকদার, শেড ফার্মাসিউটিক্যাল লিঃ এর চেয়ারম্যান ডাঃ সঞ্জয় বাড়ৈ জয়, মাদারীপুর জেলার বিশিষ্ট ব্যবসায়ী কমলেশ ভক্ত, ইউপি সদস্য শফিকুল ইসলাম, প্রভাষক আলাউদ্দিন হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় ১ম পুরস্কারের অর্থ দান করেন বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী, আওয়ামীলীগ নেতা ও জেলা পরিষদ সদস্য দেবদুলাল বসু পল্টু, অপর দিকে এ অনুষ্ঠানে নগদ ৫০ হাজার টাকা দিয়ে সহযোগিতা করেন কমলেশ ভক্ত। বর্ষবরণ উপলক্ষে কৃষ্ণ পুজার মধ্য দিয়ে ২দিন ব্যাপী শুরু হয় বৈশাখী মেলা ও ঘোড় দৌড় প্রতিযোগিতা। মেলা ও প্রতিযোগিতা উপভোগ করতে পার্শ্ববর্তী জেলাগুলো থেকে হাজার হাজার নারী-পুরুষ ও তরুন-তরুনীদের আগমনে বিশাল এক মিলন মেলায় পরিনত হয় লাটেঙ্গার মাঠ। এ প্রতিযোগিতায় বিভিন্ন জেলা থেকে ৩২টি ঘোড়া অংশগ্রহন করেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন