শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

পানিসম্পদ উপমন্ত্রীর ফুলগাজী ও পরশুরামে মুহুরী নদীর ভাঙন এলাকা পরিদর্শন

ছাগলনাইয়া (ফেনী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৯, ৭:৪৮ পিএম

প্রতি বৎসর বর্ষা মৌসুমে ভারতের উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে ভাঙনের শিকার ফেনীর মুহুরী নদী পরিদর্শন করেছেন পানিসম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম।উপমন্ত্রী গতকাল বৃহস্পতিবার সকালে এই জেলার ছাগলনাইয়া, পরশুরাম ও ফুলগাজী উপজেলার উপর দিয়ে প্রবাহিত মুহুরী নদীর দূর্গাপুর ও শ্রীচন্দ্রপুরের নদীর বাঁধ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন।পরিদর্শনকালে উপমন্ত্রী বর্ষা মৌসুম শুরুর পূর্বেই এ অঞ্চলের মুহুরীসহ অন্যান্য নদীতে সৃষ্ট সকল ভাঙ্গা বাঁধ নির্মাণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। মুহুরী নদীর ভাঙন এলাকা পরিদর্শনের সময় উপমন্ত্রীর সাথে ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন চৌধুরী নাসিম, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, ফেনী-২ এর সাংসদ নিজাম উদ্দিন হাজারী,জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজ্জামান, পাউবি'র ফেনীর নির্বাহী প্রকৌশলী, ফেনী সদর উপজেলার চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম, ফুলগাজী উপজেলার চেয়ারম্যান আবদুল আলিম, পরশুরাম উপজেলার চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ফুলগাজী উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, পরশুরাম উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাসেলুল কাদের প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন