শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

শান্তির জন্য কোরআনের কাছে ফিরে আসতে হবে- তানযীমুল মাদরাসায় মেয়র নাছির

চট্টগ্রাম ব্যুরো : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

 সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, পবিত্র কোরআন মানবজাতির জন্য হেদায়েতের গ্রন্থ হিসেবে নাজিল হয়েছে। সত্যিকার মানবতার মুক্তি ও শান্তির জন্য সবাইকে কোরআনের কাছে ফিরে আসতে হবে। তিনি বলেন, অবারিত সম্ভাবনার এ দেশের মানবসম্পদকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন। গতকাল (বৃহস্পতিবার) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে মাদরাসার ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে চসিক শিক্ষা স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান, কাউন্সিলর নাজমুল হক ডিউক ও পটিয়া জামিয়া ইসলামিয়া মাদরাসার মুহাদ্দিস মাওলানা ওবাইদুল্লাহ হামজা বিশেষ অতিথি ছিলেন। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাফিয হাবীবুল্লাহ মুহাম্মদ ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ড. আবুল বোরহান, ওলিউর রহমান চিশতী, আ ন ম রাশিদুল ইসলাম, মাওলানা শহীদ উল্লাহ, তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা চট্টগ্রাম শাখার অধ্যক্ষ এইচএম বেলাল হোসেন প্রমুখ। পরে মেয়র কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন