শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

সংক্ষিপ্ত বিশ্বসংবাদ

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম


কারাগারে অ্যাসাঞ্জ
ইনকিলাব ডেস্ক : যুক্তরাজ্যের আদালতে জুলিয়ান অ্যাসাঞ্জ দোষী সাব্যস্ত হয়েছেন ‘জামিন শর্ত ভঙ্গ’র অভিযোগে। তবে তাকে রাখা হয়েছে এমন এক কুখ্যাত কারাগারে, যেটিকে কেউ কেউ ‘যুক্তরাজ্যের গুয়ানতানামো বে’ নামে ডেকে থাকেন। ৯/১১ এর হামলার পর প্রণীত এক বিতর্কিত সন্ত্রাসী আইনে অভিযুক্তদের বেলমার্শ নামক ওই কারাগারটিতে রাখা হতো। যুক্তরাজ্যের পার্লামেন্টের উচ্চ কক্ষ হাউস অব লর্ডস আইনটি পাসের সময় তাদের মতামতে বলেছিল: এটি মৌলিক মানবাধিকারবিরোধী আইন। রয়টার্স।

অনলাইন যুদ্ধ
ইনকিলাব ডেস্ক : উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে ‘অনলাইন যুদ্ধ’ শুরু করেছেন সাইবার অ্যাকটিভিস্টরা। যুক্তরাজ্যের উত্তরাঞ্চলীয় ইয়র্কশায়ারের দুটি কাউন্সিলের ওয়েবসাইট হ্যাক করে হ্যাকাররা দাবি করেছেন, অ্যাসাঞ্জের মুক্তির দাবি ত্বরান্বিত করতেই এমন পদক্ষেপ নিয়েছেন তারা। ফিলিপাইন সাইবার ঈগল এবং অ্যানোনিমাস এস্পানা নামের দুটি গ্রুপ টুইট বার্তায় এই হ্যাকিংয়ের দায় স্বীকার করেছে। মঙ্গলবার সকালে হ্যাকিংয়ের কবলে পড়ে বার্নসেলি কাউন্সিল ও বেদাল টাউন কাউন্সিলের ওয়েবসাইট। বিবিসি।

৫০% ডিসকাউন্ট
ইনকিলাব ডেস্ক : ভারতে লোকসভা নির্বাচনের প্রচারণাকালে দিল্লির ভোটারদের প্রায় সবই ফ্রিতে দেয়ার প্রতিশ্রুতি দিলো সাঁঝি বিরাসত পার্টি। নির্বাচনী ইশতেহারে দলটি বলেছে, তাদের ভোট দিয়ে জেতালে ৫০% ডিসকাউন্ট মিলবে অ্যালকোহলে, ঈদের সময় বিনামূল্যে ছাগলের গোশত পাবে মুসলিমরা। এছাড়া বিনামূল্যে গহনা পাবে মহিলারা। এতে বলা হয়, ভোটের বাজারে চারিদিকে উপহারের বন্যা। ভোটারদের লোভ দেখাতে প্রতিশ্রুতির ঢেউ। তবে সবাইকে ছাপিয়ে গেল সাঁঝি বিরাসত পার্টি। ইন্ডিয়া টুডে।

২৪০ কোটি টাকা
ইনকিলাব ডেস্ক : বনাঞ্চলে বারবিকিউ করতে গিয়ে আগুন ছড়িয়ে পড়ে। ফলে বনাঞ্চলে ব্যাপক ক্ষতি হয়। এই অপরাধে ইতালিতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রকে ১ কোটি ৩৫ লাখ ইউরো (প্রায় ১২০ কোটি টাকা) করে জরিমানা করা হয়েছে। গত ৩০ ডিসেম্বর ইতালির কোমো অঞ্চলের বনাঞ্চলে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দুই ছাত্রকে এই অর্থ জরিমানা করেছে স্থানীয় সরকারি কর্তৃপক্ষ। ভিযুক্তদের একজন ইতালির সংবাদপত্র লা স্টাম্পাকে বলেন, অগ্নিকাণ্ডের জন্য আমরা শোকাহত। তবে আগুন ছড়িয়ে পড়ার পেছনে অন্যান্য কারণ রয়েছে। বিবিসি।

বন্ধ হলো জেট
ইনকিলাব ডেস্ক : আর্থিক সংকটে বাতিল হয়ে গেছে ভারতের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা জেট এয়ার ওয়েজের সব ফ্লাইট। বুধবার রাত থেকেই বিমান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিমান সংস্থাটি। ২৫ বছরের ইতিহাসে সবচেয়ে বিপজ্জনক আর্থিক সংকটে থাকার পর জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ এ ঘোষণা দেয়। এর আগে ওই প্রতিষ্ঠানে কর্মরত পাইলট, তেল কোম্পানি, সাপ্লাইয়ার্সসহ সংশ্লিষ্টদের বকেয়া মেটাতে বিভিন্ন ব্যাংক থেকে ৮ হাজার কোটি টাকা ঋণ নেয় জেট এয়ারওয়েজ। পরে স্টেট ব্যাংক অব ইন্ডিয়াসহ অন্যান্য ঋণদাতার কাছ থেকে আরও ১৫শ কোটি টাকার বেশি ঋণ নেয়। এনডিটিভি।

তাইওয়ানে ভূমিকম্প
ইনকিলাব ডেস্ক : তাইওয়ানে বৃহস্পতিবার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। এতে বিভিন্ন ভবন কেঁপে ওঠে এবং যানবাহন চলাচল বিঘি্নত হয়। মার্কিন ভূতাত্তি¡ক জরিপ সংস্থা এ কথা জানায়। প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে রাজধানী তাইপেতে উঁচু বিভিন্ন ভবন জোরে কেঁপে ওঠে। এদিকে তাইওয়ানের পূর্বাঞ্চলীয় ইলান কাউন্টিতে ভূমিকম্পে আতঙ্কিত হয়ে পড়া অনেক শিক্ষার্থী তাদের শ্রেণীকক্ষ থেকে দ্রুত বেরিয়ে যায়। এএফপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন