বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

মাওবাদীদের গুলিতে নারী পোলিং এজেন্ট নিহত

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ভারতের উড়িষ্যায় মাওবাদীদের গুলিতে সংযুক্তা দিগাল (২৬) নামে এক নারী পোলিং এজেন্ট নিহত হয়েছেন। বুধবার কান্ধামল জেলার ফুলবানিতে এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ জানায়, বুধবার দুপুর দেড়টার দিকে পোলিং এজেন্টরা গাড়িতে করে বারহালা বুথের দিকে যাচ্ছিলেন। এ সময় মাওবাদীদের হামলায় সংযুক্তা দিগাল মাথায় গুলিবিদ্ধ হন। আহতাবস্থায় তাকে উদ্ধার করে নেয়ার পথে তার মৃত্যু হয়। সংযুক্তা রাজ্যের পঞ্চায়েত বিভাগের একজন কর্মকর্তা ছিলেন। এদিকে কান্ধামলের ডিস্ট্রিক্ট কালেক্টর ডি ব্রান্ডা জানান, নির্বাচনী মালামাল বুথে নেয়ার পথে মাওবাদীরা হামলা চালিয়ে নির্বাচনী সরঞ্জাম বহনকারী তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে ইলেকট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) নির্বাচনী মালামাল পুড়ে যায়। প্রসঙ্গত, ভারতে লোকসভা নির্বাচনে দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ চলছে আজ। টাইমস অব ইন্ডিয়া

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন