শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

কুষ্টিয়ায় মাদক মামলায় নারীর যাবজ্জীবন

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

কুষ্টিয়ায় মাদক মামলায় নাসিমা বেগম (৪৭) নামে এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় আরও দুই আসামিকে ১৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বেলা দেড়টার দিকে কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী এ রায় দেন। এ সময় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ও ১৫ বছরের কারাদণ্ড পাওয়া এক আসামি আদালতে উপস্থিত ছিল। তবে ১৫ বছরের কারাদণ্ড পাওয়া আরেক আসামি পলাতক রয়েছে। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামির নাম নাসিমা বেগম, সে দৌলতপুর উপজেলার চামনাই গ্রামের আশরাফুল ইসলাম খোকনের স্ত্রী। তাকে যাবজ্জীবনের পাশাপাশি একলাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও একবছর কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া, ১৫ বছর দণ্ডপ্রাপ্ত দুই আসামি হলো মাহবুবুর রহমান জ্যোতি (৪৫) ও মহসিন আলী টিপু (৩৮)। তারা চামনাই গ্রামের মতিয়ার রহমানের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, ২০১৬ সালের ১৫ অক্টোবর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের চামনাই গ্রামে অভিযান চালিয়ে নাসিমা বেগমকে ৫০ গ্রাম হেরোইনসহ আটক করে। মামলা তদন্তকালে এর সঙ্গে মাহবুবুর রহমান জ্যোতি ও মহসিন আলী টিপুর জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়। ২০১৭ সালের ৩১ জানুয়ারি আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। পরে টিপুকেও গ্রেফতার করা হয়। দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালত এ মামলায় রায় দেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন