শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ওয়ার্ল্ড টেবিল টেনিসে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৯, ৮:২১ পিএম

ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নিতে শুক্রবার হাঙ্গেরির উদ্দেশ্যে রওয়ানা হয়েছে ছয় সদস্যের বাংলাদেশ টেবিল টেনিস দল। তবে ভিসা না পাওয়ায় দলের সঙ্গে যেতে পারেননি দুই পুরুষ খেলোয়াড় জাবেদ আহমেদ ও ইমরান হোসেন। ফলে চারজন যাওয়ার কথা থাকলেও গেছেন দু’জন নারী খেলোয়াড়। এরা হলেন- সোনম সুলতানা সোমা ও মৌমিতা আলম রুমী। আগামীকাল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপের খেলা। বাংলাদেশ দলের সঙ্গে দলনেতা হিসেবে গেছেন টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক মো: জাহাঙ্গীর আলম। তার সঙ্গে যুক্ত হয়েছেন দুই সহ-সভাপতি খোন্দকার হাসান মুনীর (এজিএম ডেলিগেট) ও মাসুদুর রহমান (টিম ম্যানেজার) এবং কোচ হয়ে দলের সঙ্গে গেলেন ফেডারেশনের সদস্য আমিনুল হক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (1)
MD. ALAMIN ২০ এপ্রিল, ২০১৯, ১:১৩ পিএম says : 0
খেলোয়াড়ের চেয়ে কর্মকর্তা বেশী
Total Reply(0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন