শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সম্পাদকীয়

গ্যাস সিলিন্ডার সচেতনতা

চিঠিপত্র

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার ঘরে অথবা গাড়িতে রাখা মানে টাইম বোমা রাখা। এ বিষয়টি বেশি আলোচনায় আসে ২০ ফেব্রুয়ারি রাতে রাজধানীর চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডে বহু মানুষ হতাহতের পর থেকে। আগুনের সূত্রপাতের সঠিক কারণ জানতে আরও অপেক্ষা করতে হবে। তবে প্রত্যক্ষদর্শীদের বিবরণ, গণমাধ্যমের খবর বিশ্নেষণ করে মোটামুটি একটা চিত্র দাঁড় করানো যায়- যানজটে থাকা একটি পিকআপ ভ্যানের সিলিন্ডার বিস্টেম্ফারিত হয়ে আগুন ছড়িয়ে পড়ে। ওয়াহিদ ম্যানশনে থাকা কেমিক্যাল আগুন দ্রুত ছড়াতে সহায়তা করে। সিলিন্ডার বিস্টেম্ফারণে প্রাণহানি নিয়মিত ব্যাপারে দাঁড়িয়েছে। গাড়িতে সংযোজিত আড়াই লক্ষাধিক সিএনজি সিলিন্ডার এখন জানমালের জন্য ভয়ঙ্কর হুমকি হয়ে দাঁড়িয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্টেম্ফারণ রোধে কঠোর ব্যবস্থা নিতে হবে। জননিরাপত্তার স্বার্থে এ ব্যাপারে সংশ্নিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলো সক্রিয় হবে- এমনটিই প্রত্যাশা সবার।
আশিকুর রহমান হান্নান
নারায়ণগঞ্জ

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন