বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

ঝিনাইদহে এক মুরগীর চার পা !

ঝিনাইদহ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৯, ৪:২৫ পিএম

মুরগী সাধারণত দুই পা বিশিষ্ট হয়। কিন্তু ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসষ্ট্যান্ডের মুরগী ব্যবসায়ী শাহাদৎ হোসেনের দোকানে চার পা বিশিষ্ট একটি সোনালী মুরগীর সন্ধান মিলেছে। শহরের হামদহ এলাকার আব্দুল ওহাবের ফার্ম থেকে ৫০০ গ্রাম ওজনের এই সোনালী মুরগীটি অন্যান্য মুরগীর সাথেই শনিবার কিনে আনেন শাহাদৎ। কিনে আনার পর দেখেন মুরগীটির চারটি পা। স্বাভাবিক দুইটি পায়ের সাথেই মুরগীর পেছনে লেজের গোড়া দিয়ে স্বাভাবিক পায়ের মতোই দুইটি পা গজিয়েছে। এই অস্বাভাবিক দুইটি পা নিয়েও মুরগীটি দিব্যি চলাফেরা করতে পারে। এ বিষয়ে ঝিনাইদহ জেলা পশু সম্পদ কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান বলেন, ভ্রন অবস্থায় ডিমের মধ্যে যখন বাচ্চা বড় হয় তখন এমনটি হয়। এই অস্বাভাবকি পক্রিয়াকে বলে “ভ্রন অবস্থার অপবৃদ্ধি বা ডেভলপমেন্ট এনোমেলি এ্যমব্রায়োনিটি স্টেজ। তিনি বলেন অষ্ট্রেলিয়ার একটি অঞ্চল আছে যেখানে গরুর ৬ পা হয়। আবার ভারতের একটি অঞ্চল আছে যেখানে মানুষের হাতে ১২ আঙ্গুল গজায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন