বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

স্পাই রবীন্দ্র কৌশিকের ভূমিকায় হৃতিক রোশন

গ্রন্থনা : মোহাম্মদ শাহ আলম | প্রকাশের সময় : ২১ এপ্রিল, ২০১৯, ১২:০৬ এএম

রাজ কুমার গুপ্ত ভারতের বাস্তব স্পাই রবীন্দ্র কৌশিকের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণ করবেন। সম্ভাব্য ‘দ্য ব্ল্যাক টাইগার’ নামের চলচ্চিত্রটি নিয়ে যেমন আলোচনা চলছে তেমনি এর কেন্দ্রীয় ভূমিকায় কে অভিনয় করবেন তা নিয়েও জোর জল্পনা কল্পনা চলছিল। এই তালিকায় অর্জুন কাপুর, রণবীর কাপুর আর হৃতিক রোশনের নাম ছিল। শেষ পর্যন্ত হৃতিকও চরিত্রটি পেয়েছেন। স¤প্রতি গুপ্ত হৃতিকের সঙ্গে দেখা করেছেন এবং হৃতিকও সায় দিয়েছেন। প্রায় নিশ্চিত যে এই বায়োপিকে হৃতিকই অভিনয় করবেন, তবে তিনি এখনও আনুষ্ঠানিকভাবে চুক্তি স্বাক্ষর করেননি। রবীন্দ্র কৌশিক একসময় অভিনেতা ছিলেন এবং পরে তিনি আরএডবিøউর এজেন্ট হন। পাকিস্তানে গ্রেফতার হয়ে তিনি সেই দেশের কারাগারে মারা যান। তার সাংকেতিক নাম ছিল ব্ল্যাক টাইগার। পরিচালক রাজ কুমার গুপ্ত এর আগেও বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে চলচ্চিত্র নির্মাণ করেছেন। একটি মৃত্যু রহস্য নিয়ে তার ‘নো ওয়ান কিল্ড জেসিকা খুব প্রশংসা পেয়েছে। অন্যদিকে হৃতিক ‘কৃষ’ সিরিজের চতুর্থ পর্বে কাজ করছেন, ফিল্মটি ২০২০ সালে মুক্তি পাবে। এছাড়া টাইগার শ্রফের সঙ্গে তিনি যশ রাজ ফিল্মসের একটি ফিল্মে কাজ করছেন। তার তালিকায় আরেক ফিল্ম ‘সুপার থার্টি’ বিকাশ বাহলকে নিয়ে # মিটু বিতর্কের পর এখন অনুরাগ কাশ্যপ চলচ্চিত্রটি পরিচালনা করছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন