শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

যুক্তরাষ্ট্রকে রাশিয়ার হুঁশিয়ারি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৫ এএম

ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে দেশটিতে ওয়াশিংটন ও মস্কোর স্বার্থ নিয়ে ব্যাপক দ্ব›দ্ব ও সংঘাত দেখা দিবে বলে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত একটি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে রোববার এই সতর্ক বার্তা দেন তিনি। ল্যাভরভ বলেন, ওয়াশিংটন যেন এ কাজে ল্যাটিন যুক্তরাষ্ট্রর অন্য দেশগুলোর সমর্থন আশা না করে। এছাড়া তিনি বলেন, ভেনিজুয়েলায় কিছু পশ্চিমা দেশ মানবিক ত্রাণ পাঠানোর যে দাবি করছে তা ‘মূল্যহীন সাজানো নাটক’ ছাড়া আর কিছু নয়। তিনি বলেন, পশ্চিমারা ভেনিজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার জন্য দেশটিতে ত্রাণ পাঠাচ্ছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো ভেনিজুয়েলার প্রধান বিরোধী নেতা হুয়ান গুয়াইদোর প্রতি এমন সময় সমর্থন জানিয়েছে যখন গুয়াইদো সম্পূর্ণ বেআইনিভাবে নিজেকে দেশটির প্রেসিডেন্ট ঘোষণা করেছেন। গত ২ মাসেরও বেশি সময় ধরে ভেনিজুয়েলায় চরম রাজনৈতিক অস্থিরতা চলছে। দেশটির বিরোধী নেতা হুয়ান গুয়াইদো গত ২৩ জানুয়ারি নিজেকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন। এরপর প্রায় সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুয়াইদোকে সমর্থন জানায়। এরপর আরো প্রায় ৫০ টি দেশ গুয়াইদোর প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়ে আসছেন রাশিয়া চীন ছাড়াও আরো কয়েকটি দেশ। খবরে বলা হয়, যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের চিন্তাভাবনা করছে বলে আন্তর্জাতিক অঙ্গনে যে গুঞ্জন শুরু হয়। ল্যাভরভ বলেন, ওয়াশিংটন যেন এ কাজে ল্যাতিন যুক্তরাষ্ট্রর বাকি দেশগুলোর সমর্থন আশা না করে। ‘কিছু পশ্চিমা দেশ ভেনিজুয়েলায় মানবিক ত্রাণ পাঠানোর যে দাবি করছে তা ‘মূল্যহীন সাজানো নাটক’ ছাড়া আর কিছু নয়। পশ্চিমারা ভেনিজুয়েলার ওপর কঠোর অর্থনৈতিক অবরোধ আরোপ করে বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার জন্য দেশটিতে ত্রাণ পাঠাচ্ছে।’ রয়টার্স, এএফপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (6)
Faruk Ahmed ২৩ এপ্রিল, ২০১৯, ১:৪০ এএম says : 0
এইরাম হুশিয়ারী তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থাইকাই দিতাছে
Total Reply(0)
Mehadi Hasan ২৩ এপ্রিল, ২০১৯, ১:৪০ এএম says : 0
good news
Total Reply(0)
Abdur Rob ২৩ এপ্রিল, ২০১৯, ১:৪০ এএম says : 0
সিরিয়া বলির পাঠায় পরিনত হয়েছে। আমেরিকা, রাশিয়া যুদ্ধ লাগিয়ে অস্র বিক্রি সহ নানান সুবিধা ভোগ কর ছে। মুসলমানদের দিয়ে তালেবান, আইএস বানিয়ে মুসলমানদের ই হত্যা করা হচ্ছে। মুসলমানদের দিয়ে সব ধরনের খারাপ কাজ করা সম্ভব।আসলে ই এরা মীর জাফরের জাত।
Total Reply(1)
mshiddik ২৩ এপ্রিল, ২০১৯, ১০:৫৪ এএম says : 4
100% truth
Abdur Rob ২৩ এপ্রিল, ২০১৯, ১:৪০ এএম says : 0
সিরিয়া বলির পাঠায় পরিনত হয়েছে। আমেরিকা, রাশিয়া যুদ্ধ লাগিয়ে অস্র বিক্রি সহ নানান সুবিধা ভোগ কর ছে। মুসলমানদের দিয়ে তালেবান, আইএস বানিয়ে মুসলমানদের ই হত্যা করা হচ্ছে। মুসলমানদের দিয়ে সব ধরনের খারাপ কাজ করা সম্ভব।আসলে ই এরা মীর জাফরের জাত।
Total Reply(0)
Md Abu Yasuf ২৩ এপ্রিল, ২০১৯, ১:৪১ এএম says : 0
Yes go ahead Russian force
Total Reply(0)
মুজাহিদ ২৩ এপ্রিল, ২০১৯, ১:৩৩ পিএম says : 0
সেসে এরা মুসলমানদের উপর দোষ চাপিয়ে অন্য কোন মুসলিম দেশে হামলাচাবে ।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন