শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নিতে চান না ওয়ালশ

সাকিবদের ছাড়াই শুরু বিশ্বকাপ প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

ঢাকা প্রিমিয়ার লিগ নিয়ে ব্যস্ত জাতীয় দলের ক্রিকেটারদের বড় একটা অংশ। আইপিএলে খেলার জন্য ভারতে রয়ে গেছেন সাকিব আল হাসান। বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পের প্রথম দিনে ছিলেন মোটে পাঁচ জন। তামিম ইকবাল ছাড়া তাদের সবাই লড়ছেন চোট কাটিয়ে মাঠে ফিরতে। তবে দলের সবচেয়ে বেশি যে চোটপ্রবণ, বিশ্বকাপের আগে সেই মুস্তাফিজুর রহমানকে নিয়ে কোন ঝুঁকি নিতে চান না বোলিং কোচ কোর্টনি ওয়ালশ। দলের পেসারদের মাঝে সবচেয়ে বেশি চোটপ্রবণতা লক্ষ্য করা গেছে তার মাঝে। সামনে আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ থাকায় তার ওপর বেশি চাপ দিতে নারাজ ওয়ালশ। গোড়ালির চোট সারাতে তাকে পর্যাপ্ত সময় দেওয়ার পক্ষে ক্যারিবিয়ান কিংবদন্তি।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রধান কোচ স্টিভ রোডসের তত্ত¡াবধানে গতকাল শুরু হওয়া ক্যাম্পে বাঁহাতি ওপেনারের সঙ্গে উপস্থিত ছিলেন মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন ও মুস্তাফিজ। কোচ ও সতীর্থদের সঙ্গে দেখা করে গেছেন সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ উদ্দিন ও ইয়াসির আলী চৌধুরী। সুনীল জোশি ছাড়া কোচিং স্টাফের বাকি সবাই উপস্থিত ছিলেন প্রথম দিনের অনুশীলনে।

সকাল সাড়ে নয়টায় শুরু হয় অনুশীলন। শুরুতেই মাঠে কয়েকটা চক্কর দেন মুশফিক। খানিক পর একই কাজ করেন মুস্তাফিজ। এক প্রান্তে কিছুক্ষণ দৌড়ান মাহমুদউল্লাহ ও রুবেল। পাঁজরের চোট থেকে সেরে উঠছেন মুশফিক। মাহমুদউল্লাহর চোট কাঁধে। তার জন্য মূল চ্যালেঞ্জ হবে বোলিং ও ফিল্ডিং। এই দুই অনুশীলন এখনও শুরু করেননি জাতীয় দলের নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। সাইড স্ট্রেইন থেকে সেরে উঠছেন অভিজ্ঞ পেসার রুবেল। পায়ের চোটে ভুগছেন বাঁহাতি পেসার মুস্তাফিজ। আর তাই তাকে নিয়ে খুব বেশি ঝুঁকি নেওয়ার পক্ষেও নন বাংলাদেশের বোলিং কোচ, ‘বিশ্বকাপে মুস্তাফিজকেই বড় ভূমিকা পালন করতে হবে। সে ফিট থাকলেই কেবল তা সম্ভব। তবে আমার মনে হয় না আমাদের এক জনের ওপর খুব বেশি নির্ভর করা উচিত। সাকিব, মাশরাফি ও রুবেল ধারাবাহিকতা ধরে রেখেছে। ফিজও চোটের পর আগের সেই ধার এখনও খুঁজে পায়নি।’

তাকে নিয়ে কোচ ওয়ালশের উদ্বিগ্ন হওয়ার পেছনে কারণটা খুব স্পষ্ট। ২০১৫ বিশ্বকাপের পর সাফল্যের শিখরে উঠা বাংলাদেশের পেছনে ভূমিকা ছিলো মুস্তাফিজের। বেশ কিছু জ্বল জ্বলে পারফরম্যান্স উপহার দিলেও এই সময়ে চোট নিয়ে ছিটকে গেছেন বেশ কয়েকবার। আর এই তারকাকেই আসন্ন বিশ্বকাপে সবচেয়ে বেশি প্রয়োজন বাংলাদেশি বোলিং লাইন আপের। তাই পুরোপুরি ফিট মুস্তাফিজকে চাই কোর্টনি ওয়ালশের, ‘পুরোপুরি ফিট মুস্তাফিজই পারে ম্যাচ জেতাতে। তাই তাকে যতটুকু ফিট হিসেবে পাওয়া যায় সেই সুযোগটা দিতে হবে। আমাদের সে সময়টা আছে।’ আর সময় আছে বলেই বিশ্বকাপের আগে মুস্তাফিজকে নিয়ে খুব বেশি তাড়াহুড়োতে যেতে নারাজ তিনি, ‘আমার উদ্বিগ্ন হওয়ার জায়গাটা হলো তাকে নিয়ে খুব বেশি তাড়াহুড়োটা না করা। তাকে যেন আয়ারল্যান্ডে খুব বেশি ব্যবহার করে না ফেলি।’

মুস্তাফিজ ছাড়া চোটের তালিকায় রয়েছেন রুবেল হোসেন ও সাইফউদ্দিনও। রুবেলের রয়েছে সাইড স্ট্রেইন আর সাইফের কনুইতে সমস্যা। আবু জায়েদ রাহীও কিছু চোট সমস্যার কথা বলেছেন। অবশ্য এই চোট জর্জর অবস্থায় তাসকিনের নামটা বিকল্প ভেবে রেখেছেন বোলিং কোচ। যাকে নেওয়া হয়নি ১৫ সদস্যের মূল দলে, ‘আমাদের বিকল্প হিসেবে তাসকিন আহমেদ, খালেদ আহমেদ ও শফিউল আছে। তাদের কথা আপনি বলতেই পারেন যখন খুব প্রয়োজন পড়ে যাবে।’

আইপিএলে ম্যাচ খেলার সুযোগ না পাওয়ায় ক্যাম্পের শুরু থেকে থাকার জন্য সাকিবকে ফিরতে চিঠি দিয়েছিল বিসিবি। ওয়ালশ জানান, খেলার সুযোগ পেলে সাকিব ভারতে থাকলে তার কোনো আপত্তি নেই।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন