বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

পাঁচ মাসে নিউইয়র্কে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে ১৬০৯টি

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চলতি বছরের ৫ মাসে নিউইয়র্ক সিটিতে এক হাজার ৬০৯টি ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। গত বছরের তুলনায় এই সময়ে ১৫৫টি ছুরিকাঘাত বেড়েছে। ফলে ছুরিকাঘাতের ঘটনা বেড়েছে শতকরা ১০ ভাগ। নিউইয়র্ক সিটিতে সর্বশেষ ছুরিকাঘাতের ঘটনা ঘটে গত ২০ মে। ওইদিনি বেলা সাড়ে ১১টার দিকে ব্রুকলিনের প্যাসিফিক সাবওয়ে স্টেশনে এক দুর্বৃত্ত ইফরেই (৩৩) নামের এক যুবকের কাছে তার মোবাইল ফোন চায় এবং ফোনটি না দেয়ায় ওই দুর্বৃত্ত তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। এ সময় রক্তাক্ত যুবক হেলপ মি হেলপ মি বলে চিৎকার করলেও কেউই তার ডাকে সাড়া দেয়নি। মিডিয়াকে এই তথ্য জানিয়েছেন তার কাজিন। ইফরেই কুইন্সের এলমহার্স থেকে এন ট্রেনে ব্রুকলিনের সানসেট পার্কস্থ তার বাবার স্টোরে যাচ্ছিল। তাকে নিউইয়র্কের মেথোডিস্ট হাসপাতাল সেন্টারে ভর্তি করা হয়েছে এবং শুক্রবারই তার পেটে জরুরি অস্ত্রোপচার করা হয়েছে। তার অবস্থা উন্নতির দিকে। খবরটি মূলধারার মিডিয়াগুলোতে ফলাও করে প্রচারিত হয়েছে। পিপি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন