বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ভারতে চলছে লোকসভার তৃতীয় ধাপের ভোট

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ১০:৪৪ এএম

ভারতের লোকসভা নির্বাচনে তৃতীয় দফার ভোট মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে। এই ধাপে ১১৭টি আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবারের ভোটে দুই আসন থেকে লড়বেন বিজেপি সভাপতি অমিত শাহ ও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।

নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, তৃতীয় দফায় ১১৬টি আসনে ভোট হওয়ার কথা থাকলেও দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা আসনের ভোট স্থগিত করে নির্বাচন কমিশন। মঙ্গলবার ওই আসনটিতেও ভোট অনুষ্ঠিত হচ্ছে।

তবে তৃতীয় ধাপের ওই ভোটে সবচেয়ে বেশি নজর থাকবে গুজরাট ও কেরালার দিকে। কেননা ওই দুই রাজ্যের সবকটি আসনে ভোট হচ্ছে। তা ছাড়া গুজরাটের গান্ধীনগর ও কেরালার ওয়েনাড থেকে লড়ছেন অমিত শাহ ও রাহুল গান্ধী।

আসামের চারটি এবং বিহার ও পশ্চিমবঙ্গের পাঁচটি করে আসনে ভোট হচ্ছে এ ধাপে। সবচেয়ে বেশি লোকসভা আসন থাকা উত্তরপ্রদেশের ১০টি আসনের মানুষও তাদের প্রতিনিধি নির্বাচন করবে তৃতীয় ধাপে।

কর্নাটক ও মহারাষ্ট্র উভয় প্রদেশে ভোট হচ্ছে ১৪টি করে আসনে। এ ছাড়া উড়িষ্যায় ছয়টি, গোয়ায় দুটি এবং ছত্তিশগড়ের সাতটি আসনে ভোট চলছে। জম্মু ও কাশ্মীরসহ কেন্দ্রশাসিত অঞ্চল দাদরা ও নগর হাভেলি এবং দামান ও দিউতে একটি করে আসনে ভোট হচ্ছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন