শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তারেক আদেলের কাউন্সিলরশীপ বৈধ!

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৯, ৯:১২ পিএম

বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) নির্বাচনকে সামনে রেখে শিশু কিশোর সংঘের কাউন্সিলর হিসেবে বৈধতা পেলেন তারেক আহমেদ আদেল। এখন আর নির্বাচন করতে এবং ভোট প্রদানে তার কোন বাধা রইল না। মঙ্গলবার হাইকোর্টের অ্যাফিলেড ডিভিশন বার কাউন্সিলের সভাপতি এ এম আমিন উদ্দিন এই রায় দিয়েছেন। রায়ে প্রতীয়মান হয়েছে হকির নির্বাচনে তারেক আদেল বৈধ কাউন্সিলর এবং ভোটাধিকার প্রয়োগে তার কোন বাধা নেই। তথ্যটি নিশ্চিত করেছেন সাজেদ-সাদেক প্যানেলের সহ-সভাপতি পদপ্রার্থী সাজেদ এ এ আদেল।

তারেকের বৈধতায় সাজেদ-সাদেক প্যানেলে আগের মতোই ৩০ জন প্রার্থী রইল। কার্যকরি কমিটির সদস্য সংখ্যা ২৮ জন হওয়ায় দু’জনকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে। আজ অথবা আগামিকাল সিদ্ধান্ত হবে কোন দুজন বাদ পড়তে যাচ্ছেন এই প্যানেল থেকে। এই তালিকা থেকে বাদ পড়ার ক্ষেত্রে জোর গুঞ্জন রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় থাকা মো: এহসান নাম্মি ও সিলেট জেলার হাজী এম এ সাত্তারের।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন