শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

বালিয়াকান্দিতে কাঁচা ধান কর্তনের বিষয়ে আদালতে ২০ জনের বিরুদ্ধে মামলা

রাজবাড়ী জেলা সংবাদদাতা ও বালিয়াকান্দি (রাজবাড়ী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৯, ৪:১৮ পিএম

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতছালা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে বৃহস্পতিবার আদালতে ২০ জনকে আসামী করে মামলা করেছে ক্ষতিগ্রস্ত পরিবার। উপজেলার ইসলামপুর ইউনিয়নের ভাতসালা গ্রামের মৃত বিশু শেখের ছেলে ও মালার বাদি মোমিন শেখ জানান, আমি বাড়ীতে না থাকায় আমার ভোগ দখলীয় ২৫ শতাংশ জমির কাচা ধান একই গ্রামের মৃত ইয়াকুব আলী শেখের ছেলে আবজাল শেখ, গেদু শেখের ছেলে সজিরুদ্দিন শেখ, মোহন শেখের ছেলে মোস্তফা শেখসহ তার ভারটিয়া সন্ত্রাসি দ্বারা বে-আইনি ভাবে জনতা বদ্ব দেশীয় ধারলো অস্ত্রসহ ধান কাটা কাচি দিয়ে উক্ত বিবাবিগন আমার ভোগ দখলীয় জমিতে রোপনকৃত কাচা ধান কেটে ব্যাপক ক্ষতি করে। এ সময আমার লোজন ধান কাটা বাধা দিতে গেলে বিবাদিগন তাদের বেদম মরধর করে আহত করে। এ বিষয়ে হত বৃহস্পতিবার রাজবাড়ী আদালতে ২০ জনকে আসামী করে একটি মামলা করা হয়েছে। যাহার মিস পি নং ১১২/১৯ মামলাটি বিজ্ঞ বিচারক বালিয়াকান্দি থানায় তদন্ত প্রতিবেদন চেয়ে নিদেশ প্রদান করেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন