বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

স্বপ্ন বাঁচানোর লড়াইয়ে সাকিব-মুস্তাফিজ

প্রকাশের সময় : ২৫ মে, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : আইপিএলে গ্রæপ পর্বে দু’বার সাকিব আল হাসানের কোলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মুখোমুখি হয়েছিল মুস্তাফিজুর রহমানের সানরাইজার্স হায়দরাবাদ। একবারও জিততে পারেননি ফিজরা। তাতে তেমন কোনো সমস্যা হয়নি। সবার আগেই প্লে অফ নিশ্চিত করেছিল হায়দরাবাদ। এবার প্লে-অফে আবার দল দুটি মুখোমুখি হচ্ছে। হারলেই বিদায়, জিতলে ফাইনালে খেলার স্বপ্ন বেঁচে থাকবে। এমন সমীকরণে আজ মাঠে নামছেন সাকিব-মুস্তাফিজ।
এবারের আইপিএলে শুরুটা বাজে করেছিল সানরাইজার্স। গ্রæপ পর্বের শেষটাও হয়েছে বাজে। শেষের দিকে টানা দুই ম্যাচ হেরে সবার আগে প্লে-অফ নিশ্চিত করেও এলিমিনেশন রাউন্ড খেলতে হচ্ছে তাদের। এদিকে দু’বারের চ্যাম্পিয়ন কেকেআর গ্রæপ পর্বের শেষ ম্যাচে সানরাইজার্সকে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছিল। গ্রæপ পর্বের প্রথম ম্যাচে হায়দরাবাদকে ৮ উইকেটে হারিয়েছিল কোলকাতা। দ্বিতীয় ম্যাচে জয়ের ব্যবধান ২২ রানের। বোলিংয়ে সুনীল-সাকিবের মতো যেমন স্পিনাররা তাদের শক্তি। ব্যাটিংয়ে আছে গৌতম গম্ভীর ও ইউসুফ পাঠান। রবিন উথাপ্পাও সমান তালে খেলেছেন।
সানরাইজার্সের শক্তি বোলিংয়ে। বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজ তাদের প্রধান ভরসা। ভুবনেশ্বর কুমারও আছেন দুর্দান্ত ফর্মে। তরুণ বারিন্দার ¯্রান ও হেনরিকসকে নিয়ে এক শক্তিশালী পেস আক্রমণ দলটির। মুস্তাফিজ ইতোমধ্যে ১৪ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন। তার অবিশ্বাস্য ইকোনোমি রেট ৬.৭১। ভুবনেশ্বর ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী।
হায়দরাবাদ ব্যাটিং দুর্বলতায় ভুগছে। অধিনায়ক ডেভিড ওয়ার্নার ছাড়া কেউই ভালো স্কোর করতে পারছেন না। শিখর ধাওয়ান ফর্মে নেই। যুবরাজের অবস্থাও বেশি ভালো না। তবুও তাদের সঙ্গে কেন উইলিয়ামসন ও নামান ওঝার উপর আস্থা হায়দরাবাদের।
এবার প্লে অফ নিশ্চিত করা একমাত্র গুজরাট লায়ন্স ১৮ পয়েন্ট অর্জন করেছে। শীর্ষে থাকা বাকি তিন দলেরই পয়েন্ট ১৬ করে। প্রতিটি দল ১৪ ম্যাচের ৮টিতে জিতেছে ও ৬টিতে হেরেছে। তবে রান রেটে এগিয়ে থেকে দুই নম্বরে উঠে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চার নম্বরে থাকা কলকাতার উপরে জায়গা করে নেয় হায়দরাবাদ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন