শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মহেশপুর সীমান্তে ২১ লাখ টাকার সোনার গহনা জব্দ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৯, ১২:০৩ এএম

ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম গয়াশপুরে অভিযান চালিয়ে খালিশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবির সদস্য ২০ লাখ ৯০ হাজার টাকা মুল্যের ৪৮৭.৭২ গ্রাম সোনার অলংকার উদ্ধার করেছে। এ সময় পাচারকারিরা পালিয়ে যায়। খালিশপুর ৫৮ বিজিবি পরিচালক তাজুল ইসলাম জানান, বুধবার সকালে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৬৮/২-এস হতে আনুমানিক ০২ কি. মি. বাংলাদেশের অভ্যন্তরে গয়েশপুর পিচ মোড়ের নিকট বিজিবি অভিযান চালায়। সেখানে কিছু চোরাকারবারি ঘোরাঘুরি করছিল। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি কাপড়ের ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। বিজিবির টহল দল পরিত্যক্ত ব্যাগ খুলে ১০২ টি সোনার তৈরী আংটি, ১০টি চুরি, কানের দুল ১৪ জোড়া জব্দ করে। সর্বমোট ৪৮৭.৭২ গ্রাম স্বর্ণালঙ্কার পাওয়া যায়। বিজিবি পরিচালক তাজুল ইসলাম জানান, আটক স্বর্ণালংকারের আনুমানিক বাজার মূল্য ২০,৯০,৭০৬ টাকা। জব্দ সোনার অলংকার চুয়াডাঙ্গা জেলা ট্রেজারী অফিসে জমা দেয়া হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন