শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আবারও চালু হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম

ইনকিলাব ডেস্ক : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৭ এএম

হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়ামজাপানের হিরোশিমা শহরে পারমাণবিক বোমা হামলার স্মৃতিস্মারক সংরক্ষণে ১৯৫৫ সালে চালু হয় হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম। জাপানে সবচেয়ে জনপ্রিয় জাদুঘরগুলোর মধ্যে এটি অন্যতম। ২০১৭ সালে সেখানে ১৬ লাখ ৮০ হাজার ৯২৩ জন দর্শনার্থীর সমাগম ঘটে। কিন্তু তারপর এটি বন্ধ করে দেওয়া হয়। দুই বছরের ব্যাপক সংস্কারের পর বৃহস্পতিবার আবারও চালু হয়েছে হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়াম। এতে রয়েছে পারমাণবিক বোমা হামলায় ক্ষতিগ্রস্তদের পোশাক থেকে শুরু করে বিভিন্ন নিদর্শন।
হিরোশিমা পিস মেমোরিয়াল মিউজিয়ামপৃথিবীর ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক অস্ত্র পারমাণবিক বোমার ব্যবহারের কারণে ১ লাখ ৪০ হাজার মানুষকে প্রাণ হারাতে হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন