প্রেসিডেন্ট আশরাফ ঘানির ডাকা মহা শান্তি সম্মেলন বা শান্তি জির্গায় যোগ না দেয়ার ব্যাপারে অনড় রয়েছে প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ। তার একজন মুখপাত্র জানান যে প্রধান নির্বাহীকে প্রেসিডেন্ট ভবনে আমন্ত্রণ জানানো হলেও তিনি তা প্রত্যাখ্যান করেছেন। আব্দুল্লাহর অফিসের প্রধান আব্দুল কাহহার আবিদ বলেন, জির্গায় যোগদানের জন্য আলোচনা করতে প্রেসিডেন্ট ঘানি আব্দুল্লাহর কাছে একটি প্রতিনিধি দল প্রেরণ করেন। কিন্তু দলটির সাথে দেখা করতে অস্বীকৃতি জানান প্রধান নির্বাহী। এ পর্যন্ত আব্দুল্লাহ’র দলসহ আটটি নির্বাচনী দল শান্তি জির্গা বয়কট করেছে। সারা দেশ থেকে প্রায় তিন হাজার প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হয়েছে এই জির্গায়। ২৯ এপ্রিল শান্তি জির্গা হওয়ার কথা রয়েছে। সূত্র : এসএএম
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন