শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

জুমার খুতবার আগে জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান রাখুন

ইমামদের প্রতি ধর্ম প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১২:০৪ এএম

শ্রীলঙ্কার কলম্বোতে গীর্জা ও হোটেলে বর্বরোচিত সন্ত্রাসী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীসহ নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় দেশের সকল মসজিদ, মন্দির, গীর্জা, পেগোডা ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থণার অনুরোধ জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ এডভোকেট শেখ মো. আব্দুল্লাহ। গতকাল এক বিবৃতিতে তিনি শ্রীলঙ্কায় জঙ্গী হামলায় নিহত শিশু জায়ান চৌধুরীর গুরুতর আহত পিতা মশিউল হক প্রিন্সসহ সকল আহতদের দ্রুত আরোগ্য কামনায় বিশেষ দোয়া ও প্রার্থণারও অনুরোধ জানান।
ধর্ম প্রতিমন্ত্রী শ্রীলঙ্কা ও নিউজল্যান্ডে ঘৃণ্য সন্ত্রাসী হামলায় জড়িতদের দ্রুত সনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তিনি আজ শুক্রবার জু’মআর খুতবা পূর্ব বক্তব্যে সন্ত্রাস ও জঙ্গীবাদের কুফল ও ভয়াবহতা তুলে ধরে বিশেষ বয়ান রাখার জন্য খতিবদের প্রতি আহবান জানান।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন