শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু

চুয়াডাঙ্গা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ১০:১৭ এএম | আপডেট : ১১:০৭ এএম, ২৬ এপ্রিল, ২০১৯

চুয়াডাঙ্গার জীবননগরে বিদ্যুৎস্পর্শ হয়ে মা ও ছেলের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলা শহরের মহানগর উত্তরপাড়ায় ওমর আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।


আহতদের উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- আসুরা বেগম (৬০) ও তার ছেলে ওমর আলী (২৮)।

আহতরা হলেন- আসুরা বেগমের স্বামী ছমির আলী মোল্লা (৬৭) ও তার বড় ছেলের স্ত্রী রুবিনা খাতুন (৩০)।

স্থানীয়রা জানান, ভোর ৫টার দিকে ওমর আলী ঘরের সামনে জিআই তারে কাপড় শুকাতে দেন। এ সময় তিনি বিদ্যুতায়িত হয়ে চিৎকার দেন। এ সময় তার চিৎকারে পরিবারের লোকেরা এগিয়ে এসে তাকে উদ্ধারের চেষ্টা করলে তারাও বিদ্যুতায়িত হন।

এ সময় ঘটনাস্থলেই ওমর আলী ও মা আসুরা খাতুনের মৃত্যু হয়। পরে প্রতিবেশীরা এসে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে গুরুতর আহতাবস্থায় ছমির আলী মোল্লা ও রুবিনা খাতুনকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রফিকুল ইসলাম।

জীবননগর থানা ওসি (তদন্ত) মো. ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন