শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সিলেট জাফলং পিয়াইন নদীতে নিখোঁজ এক কলেজ শিক্ষার্থী

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৯, ৭:৪০ পিএম

সিলেটের জাফলং মরণ ফাঁদের আগ্রাসী রূপে আর্বাও কেড়ে নিয়েছে এক কলেজ ছাত্রের জীবন। পিয়াইনের স্বচ্ছ পানিতে গোসল করতে নেমে নিখোঁজ আকিুকুর রহমান অনিক। শুক্রবার জুম'আর নামাজের পর এ ঘটনা ঘটে। এমসি বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল অনিক। মরণ ঝুঁকি যেনেও সৌন্দর্যপিপাসুরা ছুটে যায় সীমান্তবর্তী জাফলং। দেশের প্রত্যন্ত অঞ্চল সহ দেশে বিদেশের পর্যটকও আসে সেখানে। কিন্তু পর্যটকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে নেই কোন পদক্ষেপ। কর্তৃপক্ষ কেবল লাশের খবর ও তা উদ্ধারের মধ্যে সীমাবদ্ধ রেখেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, অনিকসহ ৮ বন্ধু জাফলং বেড়াতে গিয়েছিলেন। এরমধ্যে আকিকুরসহ ৩ জন জিরো পয়েন্টে গোসল করার সময় তলিয়ে যাচ্ছিলেন। কয়েকজন শ্রমিক তা দেখে দ্রুত ছুটে আসেন এবং দুজনকে উদ্ধার করতে সক্ষম হন। তবে আকিকুর রহমান অনিক নামক ওই শিক্ষার্থী তলিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার গ্রামের বাড়ি হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায়। বর্তমানে তিনি নগরীর আম্বরখানা এলাকার বাসিন্দা। খবর পেয়ে জৈন্তাপুর ফায়াার স্টেশনের কর্মীরা নিখোঁজ শিক্ষার্থীর সন্ধান শুরু করেন। তবে বিকেল ৫টা পর্যন্ত তার সন্ধান মেলেনি। গোয়াইনঘাট থানার ওসি আব্দুল জলিল জানান, কলেজ ছাত্রটি এখনো নিখোঁজ। ঘটনাস্থলে পুলিশ রয়েছে । ফাযার সার্ভিসের কর্মীরা তৎপরতা চালিয়ে যাচ্ছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন